স্পোর্টস ডেস্ক: সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেট স্কোয়াডে ছিলেন না বাংলাদেশ জাতীয় দলের টেস্ট স্পেশালিস্ট মুমিনুল হক। আবার সম্প্রতি দেশের মাটিতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ও ভারতের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়নি মুমিনুলকে। তবে দেশ সেরা এই টেস্ট স্পেশালিস্ট রীতিমত পরিশ্রম করে যাচ্ছেন দলে নিয়মিত হতে।
বিশ্ব ভালোবাসা দিবসের আজকের দিনে সুবিধাবঞ্চিতদের সঙ্গে দিন কাটিয়েছেন মুমিনুল।
‘প্রাউড বাংলাদেশ’ টিমের হয়ে দিনটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে টি-শার্ট উপহারের পাশাপাশি কেটে ভালোবাসা ভাগাভাগি করে নেন তিনি।
এমনকি সর্বশেষ সবাইকে দেয়া হয়ে ভালোবাসার বেলুন।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর