বুধবার, ১২ জুন, ২০২৪, ০৮:২৮:৩১

আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেলেন বিশ্বসেরা সাকিব

আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেলেন বিশ্বসেরা সাকিব

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্র পর্ব শেষ করে এখন ক্যারিবীয় দ্বীপে বাংলাদেশ, রয়েছে বিশ্রামে। বৃহস্পতিবার ডাচদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচের আগে এক সেশন অনুশীলনের সুযোগ পাবে দল। 

ক্যারিবিয়ান কন্ডিশনের চ্যালেঞ্জ নিতে হবে নাজমুল শান্তর দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। সুপার এইটে খেলতে হলে ডাচদের হারাতে হবে টিম টাইগার্সকে। এই যখন বিশ্বকাপে বাংলাদেশ দলের পরিস্থিতি তখন আইসিসি থেকে বড় দুঃসংবাদ পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

টি-টোয়েন্টির অলরাউন্ডারের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। সেই সঙ্গে এক ঝটকায় নেমে গেছেন তালিকার পঞ্চম স্থানে। বুধবার (১২ জুন) র‌্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তখনই এ পরিবর্তন নিশ্চিত হওয়া যায়।

অবশ্য বিশ্বকাপ শুরুর ৮ দিন আগে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষস্থানে ছিলেন সাকিব। এক সপ্তাহ পর বিশ্বকাপ শুরুর আগে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি পুনরায় এককভাবে নিজের করে নেন নাম্বার সেভেনটিফাইভ। তবে এবার শীর্ষস্থান হারানোর সঙ্গে একেবারে নেমে গেলেন তালিকার পঞ্চম অবস্থানে। বাংলাদেশের তারকা বাঁহাতি অলরাউন্ডারের ক্যারিয়ারে এটি এক যুগের মধ্যে সর্বনিম্ন র‍্যাঙ্কিং।

সর্বশেষ ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর র‍্যাঙ্কিংয়ের পাঁচে নামেন সাকিব। তার পাঁচে নেমে যাওয়ার দিনে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। আফগান অলরাউন্ডারের বর্তমান রেটিং পয়েন্ট ২৩১। ২২৫ রেটিং নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।

বিশ্বকাপে উগান্ডার বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে ১৪ রানে অপরাজিত ছিলেন নবি। সেই ম্যাচে বল হাতে খরচ করেছিলেন ৮ রান। আর নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ১৬ রানে ২ উইকেট শিকার করে ঐতিহাসিক জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন নবি। এই পারফরম্যান্সই তাকে শীর্ষে বসিয়েছে।

পতন হয়েছে সাকিবের সঙ্গে শীর্ষস্থানের লড়াইয়ে থাকা হাসারাঙ্গারও। বিশ্বকাপে ভালো করতে না পারা লঙ্কান অধিনায়ক নেমে গেছেন ৩ নম্বরে। তিন ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অজি পেস অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন এই অজি অলরাউন্ডার। ওমানের বিপক্ষে ৬৭ রান ও ৩ উইকেট শিকার করে ম্যাচ সেরার পুরস্কার জিতেন তিনি। এরপর ইংল্যান্ডের বিপক্ষেও ৩০ রান করার পাশাপাশি ১ উইকেট শিকার করেন। তৃতীয় ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ব্যাট করতেই হয়নি তাকে। তবে বল হাতে ২ উইকেট শিকার করে দলের জয়ে অবদান রেখেছেন স্টয়নিস।

সেরা পাঁচে জায়গা ধরে রেখেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। চার নম্বরেই আছেন তিনি। সেরা দশে উন্নতি করেছেন হার্দিক পান্ডিয়া ও নেপালের দীপেন্দ্র সিং এইরি। এক ধাপ করে এগিয়ে আট ও নয় নম্বরে আছেন তারা। ২ ধাপ পিছিয়ে ১০ নম্বরে আছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে