রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৬:৫৮

বউয়ের জন্যই এশিয়া কাপের চূড়ান্ত দলে নেই তামিম

বউয়ের জন্যই এশিয়া কাপের চূড়ান্ত দলে নেই তামিম

স্পোর্টস ডেস্ক: আগামী ২৪ ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ উপলক্ষ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এশিয়া কাপের এই স্কোয়াডে বেড়ানো হয়নি তামিমকে।

মূলত আগামী মার্চের শুরুতেই তামিম পরিবারে নতুন অতিথি আসার সম্ভবনা রয়েছে।  আর এসময় অসুস্থ স্ত্রীর সঙ্গে থাকতেই এশিয়া কাপে খেলবেন না তামিম।

রোববার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এশিয়া কাপের জন্য ১৫ সদেস্যর দল ঘোষণা করে। এতে দলে তামিমের জায়গায় সুযোগ পেয়েছেন বিপিএলে অসাধারণ খেলা ওপেনার ইমরুল কায়েস।

বাংলাদেশ  দল : ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও আবু হায়দার রনি।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে