স্পোর্টস ডেস্ক : সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাট-বল হাতে করতে পারছেন না পারফর্মম্যান্স। গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই মূলত নিজের চেনা ছন্দে নেই সাকিব। সবখানেই এই অলরাউন্ডারকে নিয়ে চলছে সমালোচনা। তবে খারাপ এই সময়ে বন্ধু তামিম ইকবালকে ঠিকই পাশে পাচ্ছেন সাকিব।
ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে তামিম এবারের বিশ্বকাপে নিয়মিত এক অতিথি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে হাজির হয়েছিলেন দেশসেরা এই ওপেনার। সেখানেই আলাপ চলাকালে জানালেন সাকিবের সামর্থ্য সম্পর্কে।
দীর্ঘদিনের বন্ধু সাকিবকে পরামর্শ দিতে চাননা তামিম। তবে পুরানো বন্ধুর প্রতি ঠিকই বিশ্বাস আছে তার, ‘আসলে আমার পরামর্শের চেয়েও বেশি (যা জরুরি) যে, সে (সাকিব) নিজের ক্যারিয়ারে এসব অনেক দেখেছে আগে। তার অনেক অভিজ্ঞতা আছে এবং আমি নিশ্চিত সে ভালো করবে।’
তামিমের মন্তব্য, ‘সে অনেক অনেক বড় প্লেয়ার বাংলাদেশের, সে অনেক ভালো কিছু করেছে। ব্যক্তিগত অনেক অর্জন আছে তার। গত এক বছরে সে হয়ত অত বেশি রান করেনি। তবে আমার পূর্ণ বিশ্বাস আছে সে এখান থেকে বেরিয়ে আসার পথ বের করে ব্যাট এবং বল হাতে দলের জন্য অবদান রাখতে পারবে।’
এদিকে গতকাল সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে আমাদের দলের কেউই চিন্তিত না। আমরা এটা নিয়ে কথা বলতেই চাই না।
আমরা জানি তিনি বছরের পর বছর কতো ভালো পারফরম্যান্স করেছেন। মানুষের থেকে তিনি নিজে যেটা আশা করছেন সেটা গুরুত্বপূর্ণ। তিনি কঠোর পরিশ্রম করছেন। আমি বলবো না তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থানেই আছেন। আশা করবো কালকে আরও ভালো পারফরম্যান্স করতে পারবেন।'
চোখের সমস্যার কারণেই সাকিবের ব্যাটিং এমন অবস্থা, সেই প্রশ্নের উত্তরে শান্ত বলেন, 'না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং কিংবা বোলিং বলেন, সবখানে স্বাচ্ছন্দ্যেই আছেন।'