বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ০৫:২৪:০৫

স্টেডিয়াম ভেঙে ফেলা হচ্ছে বিশ্বকাপ শেষ না হতেই!

স্টেডিয়াম ভেঙে ফেলা হচ্ছে বিশ্বকাপ শেষ না হতেই!

স্পোর্টস ডেস্ক : নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম। বিশ্বকাপকে কেন্দ্র করে পার্ককে অস্থায়ীভাবে স্টেডিয়ামে রূপ দেওয়া হয়। এরই মধ্যে সেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ দ্বৈরথসহ বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ শেষ না হতেই ভেঙে ফেলা হচ্ছে স্টেডিয়ামটি। 

গতকাল (মঙ্গলবার) ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার ম্যাচ দিয়ে ইতি ঘটেছে স্টেডিয়ামটির। ক্ষণজন্মা এই স্টেডিয়ামটি ঠাঁই নিচ্ছে ইতিহাসের পাতায়। আস্ত পার্ককে স্টেডিয়ামে রূপ দিতে সময় লেগেছিল দুই মাসেরও বেশি সময়। সেই স্টেডিয়াম ভেঙে ফেলা হবে প্রায় ছয় সপ্তাহের মধ্যে। এরই মধ্যে স্টেডিয়াম ভাঙার কাজ শুরু হয়ে গেছে বলে জানা গেছে।

নিউইয়র্কে বিশ্বকাপের আর কোনো ম্যাচ বাকি নেই। আইজেনহাওয়ার পার্ককে আবার তার পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। সেখানে সাধারণ মানুষ আবার আগের মতো সময় কাটাতে পারবেন। শেষ দু’সপ্তাহ ধরে মাঠে ঢুকতে গেলে যে পরিমাণ নজরদারির মধ্যে দিয়ে যেতে হতো, এখন আর তা হবে না।

স্টেডিয়ামটি এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে বিশ্বকাপের ম্যাচ শেষ হলেই সহজে ভেঙে ফেলা যায়। সব কিছুই ছিল অস্থায়ী। তবে সব কিছু খুলে ফেলা হলেও পিচ নিয়ে কী হবে তা এখনও ঠিক করা হয়নি। অস্ট্রেলিয়া থেকে ড্রপ ইন পিচ এনে খেলা হচ্ছিল। আইসিসির এক কর্মকর্তা বলেন, ‘ওরা যদি রাখতে চায় রাখতে পারে। তবে পিচের পরিচর্যা করতে হবে।’

প্রয়োজনে পিচ ফ্লোরিডায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আউটফিল্ড সরানো হবে না। সেটা যেখানে ছিল, সেখানেই থাকবে। নিউ ইয়র্কের এই মাঠেই মেজর লিগ ক্রিকেট আয়োজন করার কথা উঠেছিল। কিন্তু নিউইয়র্ক ফ্র্যাঞ্চাইজি খুব একটা আগ্রহী নয়। তাই মাঠ ভেঙেই ফেলে হচ্ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে