বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ১১:৪৬:১৩

বোলিংয়ে এসেই বাজিমাত করলেন মাহমুদউল্লাহ রিয়াদ

 বোলিংয়ে এসেই বাজিমাত করলেন মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক : মাত্র ২৩ বলে ৩৭ রানের জুটি গড়ে চোখ রাঙাচ্ছিলেন বিক্রম-এঙ্গেলব্রেখট। সাকিব-মাহমুদউল্লাহ কাউকে ছাড় দেননি। ১০ম ওভারে মাহমুদউল্লাহকে বোলিংয়ে আনেন শান্ত। তাতেই বাজিমাত। ফেরান ১৬ বলে ২৬ রান করা বিক্রমকে। ক্রিজে এঙ্গেলব্রেখটের সঙ্গী অ্যাডওয়ার্ডস। 

পাওয়ার প্লেতে নেদারল্যান্ডস ৩৭ রান তোলে ২ উইকেট হারিয়ে। তাসকিনের পর তানজীম সাকিবের আঘাতে দ্বিতীয় উইকেট হারায় ডাচ শিবির। তানজীমের কাটারে জায়গা করে খেলতে চেয়েছিলেন ম্যাক্স, কিন্তু টাইমিংয়ে গড়বড়। সোজা আসে তানজীমের হাতেই। দ্রুতগতিতে এলেও তানজীম বল ছাড়েননি। ১৬ বলে ১২ রান করে ফেরেন ম্যাক্স। ক্রিজে এঙ্গেলব্রেখটের সঙ্গী বিক্রমজীত।  

প্রথম উইকেটের জন্য অপেক্ষা করতে হয়েছে পঞ্চম ওভার পর্যন্ত! শর্ট বলে জায়গা করে খেলতে চেয়েছিলেন লেবিট। কিন্ত টাইমিংয়ে গড়বড় করে বল তুলে দেন আকাশে। পয়েন্টে ক্যাচ ধরেন হৃদয়। ১৬ বলে ১৮ রান করেন তিনি। ২২ রানে প্রথম উইকেট হারালো নেদারল্যান্ডস । 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে