রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২৫:৫৯

আবারও হারলো সাকিব-মুশফিকের করাচি

আবারও হারলো সাকিব-মুশফিকের করাচি

স্পোর্টস ডেস্ক: গতকাল কুয়েটা গ্ল্যাডিয়েটরসের কাছে ৫ উইকেটে হেরেছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দল করাচি কিংস। সেই হার ভুলতে না ভুলতে আবারও হারলো করাচি। আজ শারজায় ইসলামাবাদের বিপক্ষে বিশাল ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে সাকিব-মুশফিকের করাচি কিংসকে।

রোববার  শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান সুপার লিগে করাচির ছুঁয়ে দেয়া ১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৫ বল খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় ইসলামাবাদ। যদিও দলীয় ৯ রানের মাথায় উইকেট হারায় ইসলামাবাদ। এরপর ২৩ রানে আরও দুই অভিজ্ঞ ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরে ফিরে যান। বড় তিন ব্যাটসম্যানের ব্যথতার পর দলের হাল ধরেন খালিদ লতিফ এবং মিসবাহ -উল হক। এ দুইজনের মধ্যে মিসবাহ ৩৮ ও খালিদ ৩৩ রান করেন। এছাড়াও আসিফ আলি ৩১ ও আন্দ্রো রাসেল ১৪ রান করেছেন।

এর আগে প্রথমে টসে জিতে নির্ধারিত ২০ ওভারে  ৫ উইকেট হারিয়ে  ১২৮ রান সংগ্রহ করাচি কিংস। এদিন দলে পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন বাংলাদেশি এ ক্রিকেটার। ২৭ বলে ৩৩ রান করেছেন করেছেন মুশফিক। তার এ রানের মধ্যে ৩টি বাউন্ডারি মার রয়েছে। তবে দলে সর্বোচ্চ রান সংগ্রহটা হচ্ছে রবি বোপারা। এছাড়া ২৭ রান করেন সেহজাদ হাসান। সাকিব আল হাসান ও অধিনায়ক শোয়েব মালিক এদিন ৭ করে রান তুলে নিয়েছেন।

করাচির দলের পক্ষে সর্বোচ্চ দুইটি উইকেট পান সোহেল খান। আর একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ আমির, রবি বোপারাও ওসামা মীর।  আর  ইসলামাবাদ  দলের পক্ষে দুইটি উইকেট দখল করেন ইমরান খালিদ। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি, আন্দ্রো রাসেল ও আজহার মাহামুদ।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে