শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ১২:০৩:৫৯

সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গেল যে দলের

সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গেল যে দলের

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ শেষ হওয়ার আগেই নিশ্চিত হয়ে গেল শ্রীলঙ্কার বিদায়। ‘ডি’ গ্রুপ থেকে সবার আগে বিদায় নিশ্চিত হলো সাবেক চ্যাম্পিয়নদের।

নিয়ম অনুযায়ী এই ম্যাচে নেদারল্যান্ডস পাঁচ ওভার ব্যাটিং করার পরই লঙ্কানদের বিদায় নিশ্চিত হয়ে যায়।

এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার পারফরম্যান্স একেবারের অপ্রত্যাশিত হয়েছে। প্রথম ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে হার মানে। এরপর বাংলাদেশের বিপক্ষে লড়াই করেও হার মানে। অন্যদিকে নেপালের বিপক্ষের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি করে। তাতে এবারের বিশ্বকাপের পরের রাউন্ডে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়।

যদি-কিন্তুর মারপ্যাচে যতোটুকুও তাদের সম্ভাবনা ছিল সেটি আজ বৃহস্পতিবার (১৩ জুন, ২০২৪) নেদারল্যান্ডস ও বাংলাদেশের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়ে যায়। ১৭ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। ৩ ম্যাচ থেকে ১ পয়েন্ট সংগ্রহ করে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে শ্রীলঙ্কা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে