রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩৮:০৭

দেশবাসীকে শিরোপা উৎসর্গ ওয়েস্ট ইন্ডিজের

দেশবাসীকে শিরোপা উৎসর্গ ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক:  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১১তম আসরে শক্তিশালী ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ক্রিস গেইল ও ড্যারেন সামিদের উত্তরসূরীরা। প্রথমবারের মতো মর্যাদাকর এই লড়াইয়ে জিতে ব্যাপক উচ্ছ্বসিত দলটি। আর নিজেদের ইতিহাসে প্রথম এই ট্রফি দেশবাসীকে উৎসর্গের কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শিমরন হেটমায়ার।

এ প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সাক্ষাতকারে তিনি বলেন, ‘এখন থেকে আগামী বিশ্বকাপ পর্যন্ত আমি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন দেখতে চাই।’

দলের তরুন ক্রিকেটারদের প্রশংসা করে হেটমায়ার বলেন, ‘টুর্নামেন্ট শুরু আগে আমি চিন্তা করছিলাম সতীর্থদের নিয়ে কত উপরে যেতে পারব!
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে