স্পোর্টস ডেস্ক : 'ডি' গ্রুপ থেকে সুবিধাজক অবস্থানে আছে বাংলাদেশ। গতকাল নেদারল্যান্ডসকে হারিয়ে তিন ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট নিয়ে সুপার এইটের পথে অনেকটা এগিয়ে গেছে নাজমুল হোসেনের দল।
এই ম্যাচে সাকিব আল হাসানের পাশপাশি ব্যাট হাতে অবদান রাখেন তানজিদ হাসান। ২৬ বলে ৩৫ রানের ইনিংস খেলেন এই তরুণ ওপেনার। ডাচদের বিপক্ষে এ ম্যাচে এক ঘটনায় বুদ্ধির পরিচয় দিয়ে প্রশংসায় ভাসছেন তানজিদ।
বাংলাদেশের ইনিংসের তৃতীয় ওভারের একটি বল তানজিদের ব্যাটে স্পর্শ করে তাঁর হেলমেটে আটকে যায়। সে সময় হেলমেটে আটকে যাওয়া বল ফিল্ডার ধরে ফেলার আগে মাটিতে স্পর্শ করে দেন বাংলাদেশ ব্যাটার। বাঁহাতি ব্যাটারের তাৎক্ষণিক এই বুদ্ধিতে মুগ্ধ আইসিসি।
তানজিদের হেলমেটে আটকে যাওয়া বলের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, 'শেষ পর্যন্ত দুর্দান্ত চিন্তা।'
তানজিদের প্রশংসা না করে উপায় নেই। ক্রিকেটে অনেক ধরণের অদ্ভূত আউট হওয়ার ঘটনা আছে। সেদিক থেকে তানজিদের হেলমেটে আটকে যাওয়া বল ধরেও প্রতিপক্ষ আউটের আবেদন করতে পারত। সে সুযোগটি রাখেননি তানজিদ।
ম্যাচ শেষে ঘটনাটি নিয়ে তানজিদ বলেছেন, 'দুর্ভাগ্যক্রমে বলটা বাউন্স হয়েছিল। ফলে ঠিকমতো ব্যাটে-বলে সংযোগ করতে পারিনি এবং তা আমার হেলমেটে আঘাত করে। আমি ঠিক ছিলাম। আমি আসলে তখন চিন্তা করছিলাম, বল হয়তো ওপরে উঠে গেছে।
কিন্তু দেখতে পাই বল আমার চোখের সামনে হেলমেটে আটকে গেছে। এ সময় আমি ভাবছিলাম তারা (প্রতিপক্ষ) এসে হয়তো বল ধরে আউটের আবেদন করতে পারে। তাই হেলমেট খুলে মাটিতে রাখি।'