স্পোর্টস ডেস্ক: রোববার নিজেদের ঘরে মাঠে তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ তথা সিরিজ নির্ধারণী ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে প্রথমে টসে হেরে ফিল্ডিংয়ে নিয়ে লণ্ডভণ্ড করে দিয়েছেন ধোনি বাহিনী।সিরিজ নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮২ রানে অলআউট করে দিয়েছে স্বাগতিক ভারত।
প্রথমে টস হেরে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। প্রথম ওভারেই দুই ওপেনারকে সাজঘরে ফেরান অশ্বিন। এরপর আর কেউ হাল ধরতে পারেনি। ১৮ ওভারে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন দাসুন শানাকা। ভারতের পক্ষে রবীচন্দ্রন অশ্বিন ৪টি, সুরেশ রায়না ২টি, জ্যাসপ্রীত বুমরা ১টি, আশিস নেহরা ১টি ও রবীন্দ্র জাদেজা ১টি করে উইকেট নেন। এই সিরিজ এখন ১-১ সমতা রয়েছে।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস