স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আবু দুবাইয়ে চলমান পাকিস্তান সুপার লিগে রোববারের দিনের দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবালের দল পেশোয়ার জালমি।
শেষ খবর পাওয়া পর্যন্ত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তামিমের পেশোয়ার বিপক্ষে গ্ল্যাডিয়েটর্সের সংগ্রহ ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২৮ রান। ক্রিজে আছেন আজাদ সফিক এবং আহমেদ সেহজাদ।
এর আগে দিনের প্রথম ম্যাচে এ মাঠে সাকিব-মুশফিকের করাচি কিংসকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে ইসলামাবাদ।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস