রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৭:০৯

জাকিরের এই‘ড্যান্স’-এর কি নাম দেয়া যায়?

 জাকিরের এই‘ড্যান্স’-এর কি নাম দেয়া যায়?

স্পোর্টস ডেস্ক: মুখ বাঁকা করে কোমড় দুলিয়ে হেলে-দুলে নেচে আনন্দ উপভোগ করে যুব বিশ্বকাপে নজরে এসেছেন ক্যারিবীয় খেলোয়াড় স্প্রিনজার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে বুনো উল্লাসে নেচেছিলেন স্প্রিনজার। এর পর থেকেই বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কাছে হয়ে উঠে প্রতিশোধের নাচ।

তনে ক্যারিবীয়ানদের কাছে হেরে যাওয়া সেই ক্ষত নিয়ে দুদিন পরেই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামে বাংলাদেশ। আর সেই ম্যাচে শ্রীলঙ্কাকে হারানো উইনিং শটটি খেলে বিজয় নিশ্চিত হবার সাথে সাথে নতুন এক ধরনের নাচে মেতে ওঠেন তরুণ জাকির আলি অনিক!

মূলত এই নাচের মাধ্যমে জাকির জমে থাকা কষ্ট গুলো যেন এক নিমিষে দূর করলেন। আর তখন পুরো বাংলাদেশ তার মুখে দেখেছিলেন প্রশান্তির ছায়া। আর শ্রীলঙ্কান ধারাভাষ্যকার রাসেল আরনল্ড তাই জাকিরের এই 'ঝাকানাকা দেহ দোলানা' ধরণের নাচকে ততক্ষনাৎ 'বাংলা শেক' (বাংলা ঝাঁকি) নামে অভিহিত করে ফেলেন।

আর এই নামকরণের কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শব্দটি ব্যপকভাবে ছড়িয়ে পড়ে।
১৪ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে