স্পোর্টস ডেস্ক: সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ তথা সিরিজ নির্ধারণী ম্যাচে জমকালো এক সেঞ্চুরি করলেন দক্ষিণ আফ্রিকা এবি ডি-ভিলিয়ার্স। তার এ সেঞ্চুরিতে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচে ডি-ভিলিয়ার্স দল ইংল্যান্ড বধ করেছে পাঁচ উইকেটে বিশাল ব্যবধানে।
রোববার কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের দেয়া ২৩৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় পায় দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ আফ্রিকা দলের পক্ষে ১০১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। এ ছাড়াও হাশিম আমলা ৫৯ রান ডেভিড ওয়াইজ ৪১ রান করেছেন। তবে এদিন ইংল্যান্ড দলের পক্ষেও দুর্দান্ত সেঞ্চুরি করেন অ্যালেক্স হেলস। ১১২ রান করে আউট হন তিনি।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস