বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ০১:৫৭:২১

প্রাইজমানি ঘোষণা কোপা আমেরিকার, কত টাকা পাবে কোন দল

প্রাইজমানি ঘোষণা কোপা আমেরিকার, কত টাকা পাবে কোন দল

স্পোর্টস ডেস্ক : আগামীকাল থেকে মাঠে গড়াবে কোপা আমেরিকা। এবারের আসরে বেড়েছে দল সংখ্যা। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে সবমিলিয়ে অংশ নিচ্ছে ১৬ দল। দল বাড়ায় এবার পুরস্কারের অর্থের পরিমাণও বাড়ছে।

সব মিলিয়ে দলগুলোকে প্রাইজমানি হিসেবে এবার দেওয়া হবে ৭২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৮৪৬ কোটি টাকা। অংশগ্রহণের জন্য প্রতিটা দলের মিলবে ২৩ কোটি টাকা।

চ্যাম্পিয়ন দল পাবে ১৬ মিলিয়ন ডলার বা ১৮৮ কোটি টাকা। যা গেলবারের তুলনায় দ্বিগুণ। আর রানার্সআপ দল পাবে ৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশী মুদ্রায় ৭০ কোটি টাকা।

তৃতীয় হওয়া দল পাবে প্রায় ৫৮ কোটি টাকা। আর চতুর্থ হওয়া দলের মিলবে ৪৭ কোটি টাকা। সেই সাথে প্রতিটা দলের হোটেল খরচ ও পরিবহন খরচও বহন করবে আয়োজক কতৃপক্ষ।

গতবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ অর্থ পেয়েছিল আর্জেন্টিনা। আর রানার্সআপ হয়ে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ মিলেছিল ব্রাজিলের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে