স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ খেলার আগেই দুর্দান্ত পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। রোববার শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ জিতে নিল ধোনি বাহিনী। এদিন রবিচন্দ্রন অশ্বিনের অসাধারণ বোলিংয়ে মাত্র ৮২ রানেই শেষ হয় যায় শ্রীলঙ্কা।
জবাবে ব্যাট করতে নেমে ৩৭ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেন ধাওয়ান- রাহানেরা। এই জয়ের টি-টোয়েন্টি সিরিজের সুবাদে আইসিসি টি-২০ র্যাংঙ্কিংয়ে এক নাম্বার দল হয়ে গেল ভারত।
রোববার পুনে স্টেডিয়ামে টস জিতে চন্ডিমালদের ব্যাট করতে পাঠান ধোনি। অশ্বিনের বিষাক্ত বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কা। অশ্বিন একাই ভারতের জয়ের মঞ্চ গড়ে দেন। চার ওভার হাত ঘুরিয়ে ১৭ রান দিয়ে চার উইকেট নেন তিনি। এদিন ব্যাট করতে নেমে মাত্র ২১ রানের মধ্যেই পাঁচ উইকেট চলে যায় শ্রীলঙ্কার।
শ্রীলঙ্কা দলের প্রথম পাঁচ ব্যাটসম্যান ডিকওয়েলা (১), দিলশান (১), চন্ডীমাল (৮), গুনারত্নে (৪), সিরিবর্ধনা (৪) ফিরে যান। প্রথম চারটি শিকারই অশ্বিনের। পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা শ্রীলঙ্কাকে এরপর রায়না-জাদেজা-নেহরা ও বুমরাহ ৮২ রানের মধ্যে শেষ করে দেন। রায়না দু’টি ও জাদেজা-নেহরা-বুমরারা একটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৩ রানের মাথায় ভারত রোহিত শর্মার উইকেট হারায়। এরপর ধাওয়ান (৪৬) ও রাহানের (২২) মসৃণ ব্যাটই ভারতকে জয় এনে দেয়। ম্যাচের ও সিরিজের সেরাও হয়েছেন অশ্বিন।
১৪ ফেব্রুয়ারি২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস