রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪২:৪৩

আফ্রিদির বোলিং তোপে লণ্ডভণ্ড গ্ল্যাডিয়েটর্স

আফ্রিদির বোলিং তোপে লণ্ডভণ্ড গ্ল্যাডিয়েটর্স

স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আবু দুবাইয়ে চলমান পাকিস্তান সুপার লিগে রোববারের দিনের দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স প্রথমে টসে জিতে ১৩০ রানের টার্গেট ছুঁয়ে দিয়েছেন হার্ট হিটার তামিমের পেশোয়ার জালমি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ল্যাডিয়েটর্সের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তামিম ইকবালের দল পেশোয়ার জালমি। ফলে নির্ধারিত ওভার শেষ না হতেই ১২৯ রানে শহীদ আফ্রিদির বোলিং তোপে পড়ে গুটিয়ে যান কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।

এদিন পেশোয়ার জালমির এ অধিনায়ক একাই দখল করে নিয়েছেন পাঁচটি উইকেট। এছাড়া দুইটি উইকেট পেয়েছেন ওয়াব রিয়াজ। আর একটি করে উইকেট পান জাহিদ খান ও মোহাম্মদ আজরগর।
১৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে