স্পোর্টস ডেস্ক : শক্তিশালী চীনের বিপক্ষে জয় নিয়ে কিছুটা শঙ্কা ছিল বটে কিন্তু আত্মবিশ্বাসী বাংলাদেশ এই শঙ্কা উড়িয়ে দিয়েছে। চীনকে হারিয়ে এশিয়ান হকি ফেডারেশন কাপ (এএইচএফ) অনূর্ধ্ব-২১ হকির শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ।
রোববার (২৩ জুন) সিঙ্গাপুরে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে হারিয়েছে চীনকে।
এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। তবে এরপরেই আক্রমণের ঝড় তোলে বাংলাদেশ। ২২-২৭ মিনিটের মধ্যেই ৩ গোল আদায় করে নেয় বাংলাদেশ। এর মধ্যে প্রথম ও তৃতীয় গোলটি করেন রকিবুল হাসান। দুটিই ছিল ফিল্ড গোল। মাঝে ২৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম।
তিন গোল হজমের পর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে চীন। ৩৩ মিনিটে জিয়ালং লুর ফিল্ড গোলে ব্যবধান কমায় তা। এরপর ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জিয়ানসেন গোল করলে ম্যাচ জমে ওঠে।
তবে এই চাপ কাটিয়ে ৫৩ মিনিটে জয় ফিল্ড গোল করে বাংলাদেশকে ফের ২ গোলের লিড এনে দেন। এরপর ম্যাচে আর কোনো গোল হজম না করায় শিরোপা ধরে রাখার আনন্দ নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এবারের আসরে গ্রুপ পর্বে সিঙ্গাপুরকে ৭-০, শ্রীলঙ্কাকে ৫-০, থাইল্যান্ডকে ৪-২ ও ইন্দোনেশিয়াকে ৭-০ গোলে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। সেমিফাইনালে চাইনিজ তাইপের বিপক্ষেও ৫-১ গোলে জয় পায় বাংলাদেশ।
এর আগে গত বছর ওমানে বসেছিল এই টুর্নামেন্ট। সেখানে স্বাগতিকদের বাধা উপেক্ষা করে শিরোপা জিতেছিল বাংলাদেশ।
এএইচএফ কাপের শিরোপা জিতে আগামী জুনিয়র এশিয়া কাপের টিকিট কেটেছিল বাংলাদেশ। গতবার জুনিয়র এশিয়া কাপে সুযোগ পেয়ে ষষ্ঠ হয়েছিল বাংলাদেশ। জুনিয়র এশিয়া কাপে সেরা তিনটি দল জুনিয়র বিশ্বকাপে খেলারত সুযোগ পায়।