স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে রোববারের দিনের দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ছুঁয়ে দেয়া ১৩০ রানের টার্গেটে পেশোয়ার জালমির হয়ে ব্যাট ওপেনিং করতে মাঠে নেমেছেন মোহাম্মদ হাফিজ ও মালান। কিন্তু আগেই ম্যাচগুলো দেখা গিয়ে মোহাম্মদ হাফিজ সাথে ওপেনিং ব্যাটিং করতেন বাংলাদেশি তামিম ইকবাল। অবশেষে আজ তামিমের ব্যাটিংয়ে পরিবর্তন দেখা গেল। তবে কি কারণে তামিমকে ওপেনিংয়ে নামানো হয়নি তা এখনো জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত তামিমের পেশোয়ার জালমির সংগ্রহ ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪১ রান। ২১ রান নিয়ে ক্রিজে মোহাম্মদ হাফিজ আর মালান ১৩ রানে।
এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ল্যাডিয়েটর্সের বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন তামিম ইকবালের দল পেশোয়ার জালমি। ফলে নির্ধারিত ওভার শেষ না হতেই ১২৯ রানে শহীদ আফ্রিদির বোলিং তোপে পড়ে গুটিয়ে যান কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
এদিন পেশোয়ার জালমির এ অধিনায়ক একাই দখল করে নিয়েছেন পাঁচটি উইকেট। এছাড়া দুইটি উইকেট পেয়েছেন ওয়াব রিয়াজ। আর একটি করে উইকেট পান জাহিদ খান ও মোহাম্মদ আজরগর।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস