স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে রোববারের দিনের দ্বিতীয় ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ছুঁয়ে দেয়া ১৩০ রানের টার্গেটের জবাবে ব্যাট করতে নেমে ৮ বল বাকি থাকতেই মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় পেশোয়ার।
তবে এই ম্যাচে ফের ধাক্কাধাক্কির ঘটনায় আবার বিতর্কে পাকিস্তান ক্রিকেট। চলমান পাকিস্তান সুপার লিগেই তা দেখা গেল ওয়াহাব রিয়াজ ও আহমেদ শেহজাদের মধ্যে হাতাহাতি কিংবা ধাক্কাধাক্কিতে। চললো উত্তপ্ত বাক্য বিনিময়ও।
ঘটনাটি ইনিংসের পঞ্চম ওভারে। বল করছিলেন পেশোয়ারের পেসার ওয়াহাব রিয়াজ। ব্যাট ছিল গ্লাডিয়েটর্সের আহমেদ শেহজাদ। প্রথম বলেই ছক্কা হাঁকান শেহজাদ। ছক্কার মার খেয়ে স্বভাবতই ক্ষিপ্ত হয়ে উঠেন ওয়াহাব। পরের বলেই শেহজাদকে বোল্ড করে উল্লাসে মত্ত হয়ে উঠেন ওয়াহাব রিয়াজ।
আউট হওয়ার পর মাঠ ছাড়ার সময় শেহজাদ ব্যাট উচিয়ে কিছু একটা ইঙ্গিত করে বললেন। ব্যস, মুখোমুখি দুজনই, শেহজাদকে ধাক্কা মেরে বসলেন ওয়াহাব রিয়াজ, ওয়াহাবও ছাড় দেওয়া পাত্র নই। ঘটনা সামাল দিতে দ্রুতই হাজির হন তখন পেশোয়ারের ফিল্ডাররা।
রাগে গজগজ করতে মাঠ ছাড়েন শেহজাদ। আরো ক্ষিপ্ত হয়ে উঠেন ওয়াহাবও। সেই আগুনে চতুর্থ বলেই বোল্ড করেন সাঙ্গাকারাকে। তবে ঘটনা যাই হোক, বাজে আচরণের কারণে দুজনকেই যে জরিমানা গুনতে হবে, তা নিয়ে মোটেও সন্দেহ নেই।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস