সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩২:৪২

আইনস্টাইনের তত্ত্ব ভুল প্রমান করলেন ধোনি!

আইনস্টাইনের তত্ত্ব ভুল প্রমান করলেন ধোনি!

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট সমর্থকদের কাছে এই মুহূর্তে সবথেকে বড় ঘটনা ঘটে গিয়েছে। যুব বিশ্বকাপে ভারতের হার। ছোটোদের হার মাথায় নিয়ে রোববার বড়দের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে।

আশা করাই যায়, ক্রিকেট উত্সাহীরা এই খবরে বাইরে সোশ্যাল মিডিয়া আর অন্য কিছু আলোচনা করতেই পারে না। কিন্তু আশ্চর্যজনকভাবে দুদিনের আগের রাঁচিতে খেলা ধোনির অনবদ্য স্ট্যাম্পিং নিয়ে এখনও টুইট তরজা চলছে জোর কদমে।

আলোর থেকে গতিতে নাকি দ্রুত ধোনি স্ট্যাম্পিং করে। শুধু ধোনির সমর্থকদের মন্তব্য নয়, স্যার রবীন্দ্র জাদেজা তাতে সিলমোহর দিয়ে বলেন, আইনস্টাইনের তত্ত্ব ভুল। আলোর থেকে ধোনির স্ট্যাম্পিং আরও দ্রুত।

অনেকই মনে করেন ধোনির খুব খাস লোক হলেন রবীন্দ্র জাদেজা। তাই পছন্দের দাদাকে একটু মাখন লাগাতেই পারেন। সমালোচকরা ধোনির ব্যাটিং ফর্ম, ফিটটনেস নিয়ে প্রতিদিনই উঠতে বসতে তুলোধনা করছেন। কিন্তু তারাও মানতে বাধ্য হচ্ছেন, শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ধোনির স্ট্যাম্পিং সত্যিই অসাধারণ ছিল।

স্ট্যাম্পিং নিয়ে ইতিমধ্যেই রেকর্ড করে বসে আছেন মহেন্দ্র সিংহ ধোনি। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১৪২ টি স্ট্যাম্প আউট করেছেন। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ০.১ সেকেন্ডে আউট করে রেকর্ড করেন ক্যাপ্টেন কুল। ঠিক তেমনই গত শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে রবীচন্দ্রন অশ্বিনের বলে তিলাকরত্নে দিলশানকে স্ট্যাম্প করেন। চান্ডিমালও একই কায়দায় ধোনির গ্লাভসে ধরা দেয়।

১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে