স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কা। বিদেশের পর মাটিতে ফের একটি টি–২০ সিরিজ জয়। আসন্ন এশিয়া কাপ এবং টি–২০ বিশ্বকাপের আগে এটা যে ভারতের মনোবলটা অনেকটাই বাড়িয়ে রাখবে, সে নিয়ে কোনও সন্দেহ নেই।
ম্যাচের পর তাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও বলে দিলেন, ধারাবাহিকতাটা ধরে রাখাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে ভারতের সম্ভাবনা কতটা, সেই প্রশ্ন তুলতেই ধোনির সাফ জবাব, ‘আমাদের আরও বেশি আক্রমণাত্মক হতে হবে। আরও ধারাবাহিকতা দেখাতে হবে। দর্শকরা আমাদের ওপর চাপ দেবেন ঠিকই, কিন্তু সে–কথা না ভেবে আমাদের এক–একটা খেলা ধরে ধরে এগোতে হবে।’
সিরিজ–নির্ণায়ক ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো চূর্ণ করে জিতেছে ভারত। গোটা ম্যাচে বেশিরভাগ লঙ্কার ব্যাটসম্যানই ভুল শট খেলতে গিয়ে আউট হয়েছেন। ধোনি অবশ্য বেশি কৃতিত্ব দিচ্ছেন বোলারদেরই।
ধোনি বলেন, ‘আমার মতে, খুব ভাল খেলা হয়েছে। আমরা ওদের কম রানে আটকে দিয়েছি, এটাই গুরুত্বপূর্ণ। অশ্বিন সবথেকে ভাল বোলার, কিন্তু বাকিরাও ওকে যথেষ্ট সাপোর্ট করেছে। একটা–দুটো ম্যাচ এর মাঝখানে হারতেই পারি, কিন্তু যেভাবে খেলছি সেভাবেই খেলতে চাই। ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’
এত সবের মধ্যেও ধোনি আইপিএলের অবদান স্বীকার করতে ভুললেন না। এমনিতে ঘরোয়া লিগ খেলার সুবাদে বিশাখাপত্তনমের স্টেডিয়াম পূর্বপরিচিত ধোনি–বাহিনীর কাছে। সেটাই কাজে লেগেছে বলে ভারত অধিনায়কের ধারণা।
বলেন, ‘আট মরশুম ধরে আই পি এল খেলা আমাদের কাজে লেগেছে। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার থেকে বড় আর কিছু হতে পারে না। স্পিনাররা ভাল খেলেছে। ফলে নতুন কিছু করার সুযোগ পেয়েছি।’
বল হাতে একাই শ্রীলঙ্কাকে ধ্বংস করে দেওয়ার পর অশ্বিন ছাড়া আর কাউকে ম্যান অফ দি ম্যাচ হিসেবে ভাবার সুযোগ ছিল না। বাড়তি পাওনা হিসেবে জুটল ম্যান অফ দি সিরিজের পুরস্কারও। আপ্লুত অশ্বিনের বক্তব্য, ‘আমি চাই এই খেলাটাই সারাজীবন থেকে যাক। ভাল বল করতে পারছি। অনেক নতুন জিনিস নিয়ে পরিশ্রম করছি। নিজের ভুলত্রুটি শুধরে দলের জন্য আরও কাজে লাগতে চাই।’
কাছাকাছি এসেও ৫ উইকেট না পাওয়ায় একটু হতাশ অশ্বিন। জানালেন, ‘ভেবেছিলাম আজ ৫ উইকেট পাব। কিন্তু দুর্ভাগ্য সেটা হল না। উইকেটটা স্যাঁতসেঁতে ছিল দেখে বলে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। ফ্লাইটও করিয়েছি।’ হেরে গিয়ে বিপক্ষ অধিনায়ক দীনেশ চন্ডিমালের মুখেও ১৪০–এর কথা।
স্বীকার করে নিলেন, ব্যাটিং ব্যর্থতাই ডুবিয়েছে দলকে। ‘ব্যাটসম্যান হিসেবে ভাল খেলতে পারিনি। যদি ১৪০–এর ওপর রান হত, তবে একটা সুযোগ ছিল। কিন্তু সেটা পারিনি। অনভিজ্ঞ দল হলে উইকেট হারানোটা অস্বাভাবিক নয়। তবে সনকা এবং চামিরার বোলিং আমার ভাল লেগেছে’, বলেন চন্ডিমাল।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস