বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১২:০৯:১১

সিংহাসনচ্যুত হলেন ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার

সিংহাসনচ্যুত হলেন ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য ছন্দে ভারত। টানা ৭ ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবেন রোহিত-বিরাটরা। তার আগে ভারতীয় শিবিরে ধাক্কা। গতকাল আইসিসি টি-টোয়েন্টির হালনাগাদ র‌্যাঙ্কিং তালিকা প্রকাশ করেছে। যেখানে সিংহাসনচ্যুত হয়েছেন ভারতের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব। 

২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে টি-টোয়েন্টিতে ব্যাটারদের ক্রম তালিকায় এক নম্বরে ছিলেন সূর্য। নতুন ক্রমতালিকায় সূর্যকে টপকে এক নম্বরে উঠে এসেছেন ট্র্যাভিস হেড। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়া বিদায় নিলেও ব্যাট হাতে ভালো খেলেছেন হেড।

চলতি প্রতিযোগিতায় এখনও পর্যন্ত রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। সাতটি ইনিংসে ৪২.৫০ গড় ও ১৫৮.৩৮ স্ট্রাইক রেটে ২৫৫ রান করেছেন তিনি। দু’টি অর্ধশতরান করেছেন হেড। সেই কারণে ক্রমতালিকায় উঠেছেন তিনি।

সূর্য খারাপ না খেললেও হেডের মতো খেলতে পারেননি। ভারতীয়দের মধ্যে রানের তালিকায় তিন নম্বরে তিনি। ছ’টি ইনিংসে ২৯.৮০ গড়় ও ১৩৯.২৫ স্ট্রাইক রেটে ১৪৯ রান করেছেন তিনি। দু’টি অর্ধশতরান রয়েছে সূর্যেরও।

অলরাউন্ডারদের ক্রমতালিকায় ভারতীয়দের মধ্যে উন্নতি হয়েছে হার্দিক পান্ডিয়ার। বিশ্বকাপে ১১৬ রান ও ৮ উইকেটের সৌজন্যে তিন নম্বরে উঠেছেন তিনি। বাজে পারফরম্যান্সে অবনমন হয়েছে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিসের। তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা। বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। দু’নম্বরে রয়েছেন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে