সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৪৯:০৪

হেরে আম্পায়ারকে দুষছে ভারত

হেরে আম্পায়ারকে দুষছে ভারত

স্পোর্টস ডেস্ক:  ভারত ক্রিকেট দলের অধিনায়ক কিষান বলেন,‘পান্তর উইকেটটি ভালো ছিল না এবং পরে যখন আমি সেখানে ব্যাটিংয়ে ছিলাম আম্পায়ার থেকে একটি ভুল সিদ্ধান্ত দেয়া হয়েছিল। এই জিনিস খুব গুরুত্বপূর্ণ। সে সময়ে আমাদের একটি জুটির প্রয়োজন ছিল। কিন্তু ভুল সিদ্ধান্তে আমরা জুটি করতে পারিনি। যদি ওটা না হত তাহলে ফলাফল ভিন্ন হতে পারত।’
 
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের হারে শিরোপা খোয়ানোর পর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওয়েস্ট ইন্ডিজ পেসারদের বোলিং তোপে ৮ রানে ২ উইকেট হারানো ভারতকে টেনে তোলার দায়িত্বটা নিজ কাঁধে নিয়েছিলেন ভারতের অধিনায়ক ইশান। কিন্তু ইনিংসের সপ্তম ওভারের দ্বিতীয় বলে সাজঘরে ফিরতে হয় তাকে। আলজারি জোসেফের বলে লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে বল মিস করেন ইশান। বল লেগে যায় ইশানের প্যাডে। বোলারের আবেদনে ইংল্যান্ডের আম্পায়ার রব বেইলি আঙ্গুল তুলে দেন মুহুর্তেই। কিন্তু ট্র্যাকার বলছিল বল পরেছিল লেগ স্ট্যাম্পের বাইরে। ‘ভুল’ সিদ্ধান্তে ১০ বলে মাত্র ৪ রানে থেমে যায় ইশানের ইনিংস। পুরো টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা ভারতের অধিনায়ক শিরোপা হারানোর কারণ নিজের আউটকেই বলছেন? মানতেই কষ্ট হয়। ৬ ম্যাচে ভারতের এ টপ অর্ডার ব্যাটসম্যানের ব্যাট থেকে রান এসেছে মাত্র ৭৪।

নিজেদের উপর কোনো ক্ষোভ নেই ভারতের। প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজকেও সম্মান দেখিয়েছেন তারা। নিজেদের ভুলগুলোকে শুধরে পরবর্তী জীবনে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে ঢাকা ছাড়বে বলো জানায়। গুরু রাহুল দ্রাবিড়ের কাছ থেকে পাওয়া শিক্ষা, অনুপ্রেরণা পরবর্তী জীবনে কাজে লাগবে জানিয়ে ইশান বলেন, ‘রাহুল স্যার তার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগাভাগি করেছেন। এটা আমাদের জন্যে অনুপ্রেরণাদায়ক। আমাদের ঘরোয়া ম্যাচ, রঞ্জি ট্রফিতে এগুলো অনেক কাজে লাগবে। আমরা জানি আমরা এখানে কি কি ভুল করেছি। আমরা সে গুলোগুলো পরবর্তীতে শুধরে নিতে চাই। আমি বিশ্বাস করি আমরা সেরা দল ছিলাম। এবং আমরা ভালো খেলেই টুর্নামেন্ট শেষ করেছি।’
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে