স্পোর্টস ডেস্ক: আসন্ন অনুষ্ঠিত এশিয়াকাপের ১৫ সদস্যের স্কোয়াডে স্থান লাভ করেছেন গেল বিপিএলে ঝড় তোলা ইমরুল কায়েস। মূলত জাতীয় দলের ডেশিং ওপেনার তামিম ইকবালের পরিবর্তে দলে ভেড়ানো হয়েছে তাকে।
২৪ ফেব্রুয়ারি থেকে দেশের মাটিতে কসছে এশিয়া কাপের আসর। ঠিক একই সময়ে প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন তামিম। আর তাই
অসুস্থ স্ত্রীর পাশে থাকতে বিসিবি থেকে ছুটি নিয়ে রেখেছেন তিনি। ফলে তার এশিয়া কাপে তার পরিবর্তে দেখা যাবে ইমরুল কায়েসকে। এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের দলের সঙ্গে এশিয়া কাপের দলের কোন পরিবর্তণ নেই।
এশিয়া কাপে ১৫ সদস্যের বাংলাদেশ দল
মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ এবং আবু হায়দার রনি।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর