শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ০৩:২৫:৩৪

ফাইনালে যাবে ভারত, যে কারণে আগে থেকেই জানতো!

ফাইনালে যাবে ভারত, যে কারণে আগে থেকেই জানতো!

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল ভারত। বছর দুয়েক পর সেই হারের ক্ষতে প্রলেপ দিলো রোহিত শর্মার দল। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বলতে গেলে উড়িয়ে দিলো টিম ইন্ডিয়া। জস বাটলারদের বিপক্ষে ৬৮ রানের বড় জয় পেয়েছে রোহিত শর্মারা।

৪ ওভারে মাত্র ২৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা অক্ষর প্যাটেল জানিয়েছেন, ম্যাচ জেতার অনেক আগেই ফাইনালে উঠবেন বুঝে গিয়েছিলেন তারা। তার মতে, ব্যাট করার সময় ১৮.২ ওভারেই ম্যাচ জেতা নিশ্চিত হয়ে গিয়েছিল!

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছিল ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন রোহিত। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

অক্ষরের মতে এই পিচে ১৫০ রানই যথেষ্ট ছিল। ভারতীয় এই স্পিনার বলেন, ‘এই পিচে ১৫০ রানই যথেষ্ট ছিল। ব্যাট করতে নেমে আমরা সেটা বুঝতে পেরেছিলাম। কিন্তু আমাদের ব্যাটাররা ১৭০ রান তুলে দেয়। ফলে আমরা আত্মবিশ্বাসী ছিলাম।’ ১৮.২ ওভারেই ভারত ১৫০ রান পার করে দেয়।

ম্যাচে অক্ষর ছাড়াও তিনটি উইকেট নেন কুলদীপ যাদবও। তাদের জুটি সম্পর্কে অক্ষর বলেন, ‘বড় ম্যাচে দলের মধ্যে কথা হওয়াটা খুব জরুরি। বিশ্বকাপে আমাদের কাছে সব ম্যাচই বড়। আমি যখন প্রথমে বল করি, তখন থেকেই (রবীন্দ্র) জাদেজা এবং কুলদীপকে বলতে থাকি পিচে কী হচ্ছে না হচ্ছে। জোরে বল করলেও সেটা থমকে যাচ্ছিল। ১০ ওভারের বিরতির সময় আমি জাড্ডু ভাইদের সেটা বলি। আমার মনে হয়েছিল শর্ট লেংথে বল করলে ব্যাটারদের কাট করতে সুবিধা হচ্ছিল। তাই আরও সামনের দিকে বল করার কথা বলি। বলের গতির হেরফের করতে বলি। এই উইকেটে ব্যাট করা সহজ ছিল না।’

অক্ষর মনে করেন বোলারদের মধ্যে এই কথা হওয়াটা জরুরি। তিনি বলেন, ‘এই ধরনের কথাবার্তা হলে সবার সুবিধা হয়। ওভারের মাঝেও আমরা কথা বলতে থাকি। যখনই সময় পাই আমরা অভিজ্ঞতা ভাগ করে নিই।’

১৭২ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড থামে মাত্র ১০৩ রানে। অক্ষর এবং কুলদীপ ছাড়াও দুটি উইকেট নেন যশপ্রীত বুমরাহ। আগামীকাল (শনিবার) ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার অপেক্ষায় ভারত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে