শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ০৩:৪৩:৩৫

ভারতের কাছে হারের পর যে ভুলের জন্য আফসোস বাটলারের

ভারতের কাছে হারের পর যে ভুলের জন্য আফসোস বাটলারের

স্পোর্টস ডেস্ক : সেমি ফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। বিশেষ করে ভারতীয় স্পিনারদে ঘূর্ণিতে যেন আটকে গেছে ইংলিশ ব্যাটাররা। তাই ১৭২ রানের লক্ষ্যও অনেক বড় মনে হয়েছে তাদের কাছে। ম্যাচ শেষে জস বাটলার জানালেন, এই উইকেটে স্পিনারদের সামলানো অনেকটাই কঠিন কাজ ছিল।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তুলে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন রোহিত। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয় ইংল্যান্ড।

ইংলিশদের ১০ উইকেটের মধ্যে দুটি উইকেট নিয়েছেন জাসপ্রীত বুমরাহ, দুজন হয়েছেন রানআউট। ইংল্যান্ডের বাকি ৬ উইকেট তুলে নিয়েছেন ভারতের দুই স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। উইকেটে স্পিনারদের দাপট দেখে ম্যাচ শেষে কিছুটা আফসোসই করেছেন বাটলার।

ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় না টস খুব বড় কোনো পার্থক্য গড়ে দিয়েছে। ওদের দলে চমৎকার সব স্পিনার ছিল। আমাদের দুজনও (রশিদ ও লিভিংস্টোন) খুব ভালো বোলিং করেছে। আমার বোধোদয় হচ্ছে, পিচে স্পিন যেভাবে ধরে, তাতে মঈনকেও বোলিং করানো উচিত ছিল। ওরা সংগ্রহটা বেশ বড় করে নিয়েছে, এরপর দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে তাড়া করাটা সব সময়ই কঠিন।’

এ আসরের পারফরম্যান্স পর্যালোচনা করবে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। আর তা মাথায় রেখে পরের আসরগুলোর জন্য পরিকল্পনা সাজাবে তারা। এ নিয়ে বাটলার বলেন, ‘আমরা সবকিছুই পর্যালোচনা করব এবং পরিকল্পনা গ্রহণ করব। দল হিসেবে কীভাবে ভালো করা যায়, যারা জড়িত আছে, তাদের নিয়ে এবং খেলার স্টাইল নিয়েও আলোচনা করা দরকার। এ ধরনের একটি হারের পর শুধু একটা ম্যাচ, সর্বশেষ কয়েকটা ম্যাচের খেলাই পর্যালোচনা করার মতো সুযোগ তৈরি হয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে