স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গতকালকের (রোববার) পেশোয়ার জালামি ও কোয়েটা গ্লাডিয়েটর্সের মধ্যকার ম্যাচের ওয়াহাব রিয়াজ ও আহমেদ শেহজাদের ঘটনাটি ক্রিকেট মহল খুবই বাঁকা চোখে দেখছেন। ক্রিকেট মাঠে স্লেজিং পুরনো ঘটনা হলেও প্রায়ই দেখা যায় ওয়াহাব রিয়াজকে মেজাজ গরম দেখাতে। ঠিক গতকালকের ম্যাচেও শেহজাদের উইকেট তুলে নেয়ার পর বুনো উল্লাসে মেতে এক পর্যায়ে তেড়ে যান তাকে মারতে।
রোববার রাতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুখোমুখি হয়েছিল পেশোয়ার জালমি ও কোয়েটা গ্লাডিয়েটর্স। টসে জিতে আগে ব্যাট করতে নামে গ্লাডিয়েটর্স। আর ইনিংসের পঞ্চম ওভারেই ঘটে ন্যাক্কার জনক এই ঘটনাটি। বল করতে আসেন পেশোয়ারের পেসার ওয়াহাব রিয়াজ। ব্যাট হাতে গ্লাডিয়েটর্সের আহমেদ শেহজাদ। ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান শেহজাদ। ছক্কার মার খেয়ে স্বভাবতই ক্ষিপ্ত ছিলেন ওয়াহাব। পরের বলেই বোল্ড করে দেন শেহজাদকে। আর তাৎক্ষনিকই পূর্ব স্টাইলে বুনো উল্লাস করতে করতে এগিয়ে যান পিচের মাঝখানে।
তখন শেহজাদও এগিয়ে আসতে আসতে ব্যাট উঁচিয়ে ক্ষোভে কিছু একটা যেন বললেন রিয়াজকে। সঙ্গে সঙ্গে শেহজাদকে জোরে ধাক্কা মারেন ওয়াহাব রিয়াজ। দ্রুতই ঘটনা সামাল দিতে হাজির হন তখন পেশোয়ারের ফিল্ডাররা। শেহজাদও ক্ষিপ্ত অবস্তায় মাঠ ছাড়েন। ক্ষিপ্ত ছিলেন ওয়াহাবও। সেই রাগে চতুর্থ বলেই বোল্ড করেন সাঙ্গাকারাকে। তবে ঘটনা যাই হোক, বাজে আচরণের কারণে দুজনকেই যে জরিমানা গুনতে হবে, তা নিয়ে মোটেও সন্দেহ নেই।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর