শনিবার, ২৯ জুন, ২০২৪, ১২:২৬:০৩

বিশ্বকাপ জেতার আগেই বড় সুখবর পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা

 বিশ্বকাপ জেতার আগেই বড় সুখবর পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানকে উড়িয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। শনিবার রাতে (২৯ জুন, ২০২৪) ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। 

বিশ্বকাপ জেতার আগেই বড় সুখবর, দুইবারের ফাইনালিস্ট ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা যদি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে তাহলে সে দেশের সরকার কি সাধারণ ছুটি ঘোষণা করবে? যাতে করে দেশের জনগন বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনে সামিল হতে পারে। 

জানা গেছে, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় পুরুষ রাগবি দল বিশ্বকাপ জিতেছিল। সে সময় শিরোপা জয় উদযাপন করতে দেশের সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছিল।

সে অনুযায়ী দক্ষিণ আফ্রিকা জাতীয় পুরুষ ক্রিকেট দল যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে তাহলে সিরিল রামাফোসা সরকার সাধারণ ছুটি ঘোষণা করতে পারে। যাতে করে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতার আনন্দে দেশের মানুষ সামিল হতে পারে। তাদের ক্রিকেট হিরোদের বরণ করে নিতে পারে।

প্রথমবার ফাইনালে ওঠায় প্রত্যাশা বেড়েছে মার্করাম-মিলারদের ওপর। দেশটির ক্রিকেটপ্রেমীরা প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। সাংস্কৃতিক বৈচিত্রসম্পন্ন দক্ষিণ আফ্রিকার মানুষ তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম শিরোপা জয়ের উল্লাসে মাততে প্রস্তুত। পারবে কি তাদের ক্রিকেট দল সেই প্রত্যাশা পূরণ করতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে