শনিবার, ২৯ জুন, ২০২৪, ০৯:৩৬:২৪

নতুন ইতিহাস সৃষ্টি, ২৩টি চার ও ৮ ছক্কায় দ্রুততম ডাবল সেঞ্চুরি!

নতুন ইতিহাস সৃষ্টি, ২৩টি চার ও ৮ ছক্কায় দ্রুততম ডাবল সেঞ্চুরি!

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে টেস্ট খেলছে ভারত। এই ম্যাচে আজ শুক্রবার ভারতের শেফালি ভার্মা তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। আর এই সেঞ্চুরিটি নারী টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম। রান আউট হওয়ার আগে ১৯৭ বল খেলে ২৩টি চার ও ৮ ছক্কায় ২০৫ রানের ইনিংস খেলে যান তিনি।

তার আগে অস্ট্রেলিয়ার আনাবেল সাদারল্যান্ড নারীদের টেস্টে ২৪৮ বলে সেঞ্চুরি করেছিলেন। সেটা ছিল এতোদিন নারী টেস্ট ক্রিকেটের দ্রুততম। তারও আগে ২০০১ সালে অস্ট্রেলিয়ার কারেন রোল্টন ৩০৬ বলে করেছিলেন ডাবল সেঞ্চুরি।

তাদের সবাইকে পেছনে ফেলে নিজের পঞ্চম টেস্টে প্রথম সেঞ্চুরির তুলে নিয়ে ডাবল সেঞ্চুরিতে পৌঁছান শেফালি। তাও মাত্র ১৯৪ বলে। 

আজ আর ৯ রান করতে পারলে ভেঙে দিতে পারতেন মিতালি রাজের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড। ভারতের নারী টেস্ট ক্রিকেটে মিতালি সর্বোচ্চ ২১৪ রানের ইনিংস খেলেছিলেন ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে টানটনে। তখন মিতালির বয়স ছিল ১৯ বছর। সবচেয়ে কম বয়সে টেস্টে ডাবল সেঞ্চুরির রেকর্ডটি গড়েছিলেন ভারতের সাবেক নারী অধিনায়ক।

শেফালি ভার্মার ২০৫, স্মৃতি মান্ধানার ১৪৯ রানের ইনিংসে ভর করে ৯৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারত ৫০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে