শনিবার, ২৯ জুন, ২০২৪, ১০:৩৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড ভারতের

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড ভারতের

স্পোর্টস ডেস্ক : ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে ছিল ভারত। সেখান থকে প্রতিরোধ গড়লেন কোহলি ও আক্সার প্যাটেল। দক্ষিণ আফ্রিকাকে হতাশ করে দ্রুতগতিতে রান তুললেন তারা। যার ফলে আইসিসি টি-২০ বিশ্বকাপের ফাইনালে বড় পুঁজি পেল ভারত।

বার্বাডোজের কেনসিংটন ওভালে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৭৬ রান সংগ্রহ করেছে ভারত। যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড।

চলমান আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত ও দক্ষিণ আফ্রিকা। শিরোপার মঞ্চে যারা হারবে টুর্নামেন্টে প্রথম হারের সঙ্গে শিরোপাও হাতছাড়া হবে তাদের। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তা অনুমেয়।

আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারে ১৫ রান যোগ করেন তিনি ও বিরাট কোহলি। তবে দ্বিতীয় ওভারে এসে রোহিতকে আউট করেন কেশভ মহারাজ। একই ওভারে রিশাভ পান্টকেও সাজঘরে ফেরান এ স্পিনার।

সূর্যকুমার যাদব বরাবরই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলেন। তবে আজ ব্যর্থ তিনি। তাকে ৩ রানে সাজঘরে ফেরান কাগিসো রাবাদা। শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় ভারত। সেখান থেকে দলের হাল ধরেন কোহলি ও আক্সার প্যাটেল।

প্রোটিয়া বোলারদের আক্রমণ সামলে দলকে এগিয়ে নিতে থাকেন কোহলি ও আক্সার। দুজনে গড়েন ৭২ রানের জুটি। ফিফটির পথে ছিলেন আক্সার। তবে ডি ককের অবিশ্বাস্য থ্রোতে রান আউট হন তিনি। এর আগে করেন ৪৭ রান।

আক্সার না পারলেও ঠিকই অর্ধশতক পূরণ করেন কোহলি। ৫৯ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। অন্যপ্রান্তে ২৭ রানের ক্যামিও খেলেন দুবে। প্রোটিয়াদের হয়ে মহারাজ ও নরকিয়া দুটি এবং রাবাদা ও জানসেন একটি করে উইকেট নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে