স্পোর্টস ডেস্ক: ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব জুড়ে দিনটি বেশ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। আর এই ভালোবাসার দিনে পৃথিবীতে আগমন করেন বাংলাদেশ জাতীয় দলের ‘ফিনিসার ম্যান’ খ্যাত নসির হোসেন। ১৯৯১ সালের দিনটিতে রংপুর জেলায় জন্ম গ্রহন করেন নাসির।
নিজের এই বিশেষ দিনটি সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে উদযাপন করেছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাউড পেজে জন্মদিনের একটি ভিডিও শেয়ার করেন নাসির। সেখানে সুবিধাবঞ্চিতদের সঙ্গে কেক কেটে এবং ডিনার করে আনন্দ ভাগাভাগি করতে দেখা গেছে।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৪ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষের ম্যাচে জাতীয় দলে অভিষেক হয় নাসির হোসেনের। বর্তমানে তিনি এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশ দলের ১৫ সদস্যের স্কোয়াডে অর্ন্তভুক্ত রয়েছেন।
১৫ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর