স্পোর্টস ডেস্ক : নামে ভারে দুই দলের ওজন অন্যান্য অনেক দলের থেকে বেশি। কিন্তু ইউরোতে ঠিক নামের প্রতি সুবিচার করতে পারেনি কোনো দলই। বেলজিয়াম এক ম্যাচে জয় ও এক ম্যাচ ড্র করে গ্রুপ রানার্সআপ হয়েছিল। অন্যদিকে ফ্রান্স দুই ম্যাচ জিতলেও সমর্থকদের মন ভরাতে পারেনি।
শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি এই দুই পরাশক্তি। বেলজিয়ামের বিপক্ষে শক্তিশালী একাদশই নামিয়েছে ফ্রান্স। অন্যদিকে বেলজিয়ামও তাদের সেরা একাদশটাই বেছে নিয়েছে লড়াই করতে।
ফ্রান্স একাদশ
মাইক মাইনান, জুলস কুন্ডে, দায়োত উপামেকানো, উইলিয়াম সালিবা, থিও হার্নান্দেজ, এনগোলো কন্তে, অরেলিয়েন সুয়ামেনি, আদ্রিয়ান রাবিও, এন্তয়েন গ্রিজম্যান, মার্কস থুরাম, কিলিয়ান এমবাপে।
বেলজিয়াম একাদশ
কোয়েন কাস্তেলস, তিমোথি কাস্তেগেন, ওট ফায়েস, ইয়ান ভারতোনগেন, আর্থুর থিয়াতে, লুইস ওপেনদা, আমাদু ওনানা, জেরেমি ডকু, ডি ব্রুইন, ইয়ানিক কারাসকো, রোমেলু লুকাকু।