স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২ জুলাই)। মূল এজেন্ডা দুইটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স মূল্যায়ন ও প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণের অগ্রগতি।
এর বাইরেও আলোচনা হবে কোচদের চুক্তি নবায়ন, গেম ডেভেলপমেন্ট আর ফ্যাসিলিটি বিভাগের আপডেট নিয়ে। বরিশাল বিভাগ থেকে মনোনীত পরিচালক আলোমগীর হোসেন আলোর মৃত্যুতে শূন্য হওয়া পদ নিয়েও হবে আলোচনা। এজেন্ডায় না থাকলেও সভায় বিশেষ গুরুত্ব পেতে পারে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন।
প্রায় মাস চারেক পর আবারো এক ছাদের নিচে বিসিবি পরিচালকরা। বোর্ড সভায় গুরুত্ব পাবে বেশ কিছু এজেন্ডা। তবে সবার আগে বিশ্বকাপ কচড়া।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুপার এইট খেললেও টাইগারদের নেতিবাচক ব্যাটিং অ্যাপ্রোচ জন্ম দিয়েছে সমালোচনার। ফ্লপ ছিল টপ অর্ডার। কোচ চান্ডিকা হাথুরুসিংহে, সিনিয়র ক্রিকেটার ও অধিনায়ক শান্তির ব্যাটিং কিংবা ডিসিপ্লিন নিয়েও আছে প্রশ্ন।
পরিচালকদের মিটিংয়ে গুরুত্ব পাবে বিষয়গুলো। জানা গেছে স্পিন কোচ হিসেবে মোশতাককে রেখে দিচ্ছে বিসিবি। এদিন এ বিষয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।
তার আগে সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আইসিসি কিংবা এসিসির বড় টুর্নামেন্টে অংশগ্রহণের পর পারফরম্যান্স নিয়ে যে আলোচনা হয় সেটা থাকবে। (কোচের) চুক্তির বিষয়গুলো চলমান প্রক্রিয়া। একজনের মেয়াদ শেষ হলে তার সঙ্গে নবায়ন করবে কি-না সেটার জন্য বোর্ডের অনুমোদনের প্রয়োজন হয়।’
প্রস্তাবিত শেখ হাসিনা স্টেডিয়াম এখনও যেন এক রহস্যময় ধাঁধা। কবে শুরু হবে কাজ, ঠিকাদার প্রতিষ্ঠানের আপডেট কি তা নিয়ে হবে আলোচনা। এর বাইরেও মাঠ কেনাসহ এজেন্ডায় থাকবে গেম ডেভলপমেন্টের পরবর্তী কার্যক্রম।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের আমাদের যে প্রজেক্টটা রয়েছে, এটা নিয়ে বোর্ডে আলোচনা হবে। যে এন্ডোর্সমেন্ট বা এপ্রুভাল দরকার, সেটা নিয়ে বোর্ডের একটা এজেন্ডা রয়েছে। এর বাইরে কিছু আর্থিক বিষয় আছে। গেম ডেভেলপমেন্ট এবং গ্রাউন্ড এন্ড ফ্যাসিলিটি বিভাগের স্ট্রাকচার নিয়ে আলোচনা হবে।’
৩ থেকে ২০ অক্টোবর ঢাকা আর সিলেটে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এজেন্ডায় না থাকলেও সভায় গুরুত্ব পাবে উদ্বোধনসহ বিভিন্ন পরিকল্পনা। আলোচনা হবে বরিশালের শূন্য হওয়া পরিচালকের পদ নিয়েও।
এ বিষয়ে নিজাম বলেন, ‘নারী বিশ্বকাপের ক্ষণগণনা ইতোমধ্যে শুরু হয়েছে। এ ব্যাপারে আমাদের পরিচালনা বিভাগ এবং আইসিসি নিয়মিত কাজ করছে। শিগগিরই আইসিসির একটি দল আমাদের বাংলাদেশ সফল করবে।’
বিকেলে ৩টায় শুরু হওয়া এই বোর্ড সভায় উপস্থিত থাকার কথা ২৩ পরিচালকের। থাকবেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নাজমুল হাসান পাপনও।