সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৩:৫৫

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন দ্রাবিড়

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক: কোন রকম ঝুট-ঝামেলা ছাড়াই বাংলাদেশের মাটিতে শেষ হলো যুব বিশ্বকাপের ১১তম আসর। যদিও এই সিরিজ নিয়ে বেশ অপরাগতা দেখিয়ে সিরিজ থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। কেন কোন রকম নিরাপত্তাহীনতার বিন্দু মাত্র অভিযোগ তুলেননি স্বাগতিক কোন দেশ। বরং এদেশের নিরাপত্তার প্রশংসা করেছেন ভারতীয় যুব দলের কোচ ও সাবেক তারকা ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উঠে এসেছে আয়োজন আর নিরাপত্তা প্রসঙ্গে ভারতীয় কোচ বলেন, 'এবারের যুব বিশ্বকাপ খুবই দারুণ ও সফল আয়োজন করেছে বাংলাদেশ। তা ছাড়া তাদের নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার ছিল ‘

তবে নিজ দলের পারফরম্যান্সে কিঞ্চিত হতাশা লক্ষ্য করা গেছে ‘দ্য ওয়াল’ খ্যাত দ্রাবিড়ের মাঝে, 'ফাইনালে উঠেও শিরোপা নিজেদের না করতে পারাটা বড় ধরনের হতাশার। তবে প্রত্যেক অভিজ্ঞতাই তরুণ ক্রিকেটারদের শিক্ষার। এই পথচলা তাদের কেবল শুরু হয়েছে। আরো অনেক দূর যেতে হবে তাদের।'
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে