মঙ্গলবার, ০২ জুলাই, ২০২৪, ০৮:৫৬:৫৮

গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে যার মুখোমুখি হবে ব্রাজিল

গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে যার মুখোমুখি হবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : আগামীকাল বুধবার (৩ জুলাই) কোপার গ্রুপ পর্বের শেষ লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল-কলম্বিয়া। এর তিনদিন পর নকআউটের পর্দা উঠবে। সান ফ্রান্সিসকোর লেভি’স স্টেডিয়ামে গ্রুপ পর্বের এই ম্যাচটি পরিণত হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে।

২০২২ সাল থেকে নেস্টর লরেঞ্জোর তত্ত্বাবধানে কলম্বিয়ার যথেষ্ট উজ্জ্বল। কলম্বিয়ার আর্জেন্টাইন এই কোচ এখনও পর্যন্ত কোন খেলাই হারেননি। এ যাবৎ ২২ ম্যাচে ১৭ জয় ও ৫ ড্র নিয়ে এবারের কোপা আসরের অন্যতম ফেবারিট তার দল। 

নিখুঁত এই রেকর্ড নিয়েই গ্রুপের প্রথম দুটি ম্যাচে প্যারাগুয়েকে ২-১ এবং কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়েছে লরেঞ্জোর দল। তিনি জানেন মাঠে কখন এবং কোথায় প্রতিপক্ষকে চাপ দিতে হয় অথবা মাঝমাঠ থেকে বল দখলে নিয়ে কিভাবে আক্রমণ করতে হয়।

কলম্বিয়া ইতিমধ্যেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করে নিয়েছে। গাণিতিক হিসাব-পরিসংখ্যান বাদ দিলে ব্রাজিলও শেষ আটে এক পা দিয়ে রেখেছে। তার মানে এই নয় যে এই দুই প্রতিবেশি দলের ম্যাচটি নিছক মানরক্ষার ম্যাচে পরিণত হয়েছে। দুই দলই চাইবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়াটার ফাইনালে ছন্দে থাকা উরুগুয়েকে এড়িয়ে যেতে।

গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে ব্রাজিলকে অবশ্যই জিততে হবে কারণ ম্যাচটি ড্র হলেও গ্রুপ ডি শীর্ষে থাকবে কলম্বিয়া। তবে ব্রাজিলের জন্যে পথটি সহজ নাও হতে পারে। সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে লিভারপুল তারকা লুইস দিয়াজের গোলে ব্রাজিলকে ২-১ ব্যবধানে প্রথমবারের মত হারিয়েছিল।

এছাড়াও অতীতের ইতিহাস বিচারে ব্রাজিল এবং কলম্বিয়ার মধ্যেকার ম্যাচের তিক্ততা তুঙ্গে রয়েছে। ফোর্তালেজায় ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাজে ভাবে ফাউলের ​​শিকার হয়ে টুর্নামেন্ট থেকে নেইমারের ছিটকে পড়ার দশ বছর কেটে গেছে। 

এবারের আসরে ব্রাজিলের প্রধান টার্গেট লিভারপুলের লুইস দিয়াজ। মাঠের অন্য প্রান্তে আক্রমণাত্মক আরেক কলম্বিয়ান ফরওয়ার্ড জন কর্ডোবা। প্রতিপক্ষের রক্ষণভাগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তাদেরকে  পাস দেয়ার মত সামর্থ্য  রয়েছে রিয়াল মাদ্রিদের সাবেক তারকা হামেস রদ্রিগেজের।
 
তবে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র কলম্বিয়ার বর্তমান দলে অনেক তারকার উত্থানের প্রতি শ্রদ্ধা রাখছেন। কলম্বিয়াকে তিনি আর্জেন্টিনা এবং উরুগুয়ের সঙ্গে মহাদেশের শীর্ষ তিন অবস্থানে রেখেছেন।

তিনি বলেন, 'সম্ভবত এটিই প্রথম কোপা আমেরিকা যেখানে আমরা ফেভারিট হিসাবে আসতে পারিনি। কিন্তু এটাই বাস্তবতা। আমাদের সাম্প্রতিক ফলাফলের বিবেচনা করতে হবে।' সান ফ্রান্সিসকোর লেভি’স স্টেডিয়ামে ব্রাজিল এবং কলম্বিয়ার গ্রুপ-পর্যায়ের শেষ ম্যাচটি ব্লকবাস্টার হতে চলেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে