স্পোর্টস ডেস্ক: প্রথম বারের মত ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ (আইপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আদলে প্রথম বারের অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই ধরনের আসর থেকে ভারত এবং বাংলাদেশ ভালো মানের খেলোয়াড় তুলে আনতে পেরেছেন। পাকিস্তানও মূলত সেই লক্ষ্যে এই আসরের আয়োজন করেছে।
তবে সিডনি থেকে প্রেস ট্রাস্ট ইন্ডিয়াকে (পিটিআই) পাকিস্তান জাতীয় দলের কোচ ওয়াকার ইউনূস জানান , ‘আমি মনে করি পিএসএলের প্রথম বছরেই আমাদের এত বেশি আশা করা উচিত নয়। ভারত যেমন আইপিএল থেকে বিরাট কোহলি অথবা রোহিত শর্মার মত খেলোয়াড় পেয়েছে আমাদের সেটা পেতে হলে তিন চার বছর সময় লাগবে।’
ওয়াকার জানান, অবশ্যই সবার প্রত্যাশা অনেক বেশি যে পিএসএল থেকে পাকিস্তান অনেক ভাল মানের খেলোয়াড় পাবে। যেমনটা আইপিএল থেকে ভারত পেয়েছে। বলেছেন, ‘তবে আমাদের ধৈর্য্য ধরতে হবে এবং পিএসএল থেকে আমাদের তরুণদের আন্তর্জাতিক মানেরখেলোয়াড় হতে তিন-চার বছর সময় দিতে হবে।’-বাসস
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর