বুধবার, ০৩ জুলাই, ২০২৪, ০৮:৫৯:১৫

অবশেষে আজ দারুণ বোলিং করলেন মোস্তাফিজ

অবশেষে আজ দারুণ বোলিং করলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শুরুটা ভালো হয়নি মোস্তাফিজুর রহমান এবং তাওহীদ হৃদয়ের ডাম্বুলা সিক্সার্সের। প্রথম ম্যাচে হারের পর এবার দ্বিতীয় ম্যাচেও একই পরিণতি বরণ করতে হয়েছে তাদেরকে। জাফনা কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে ডাম্বুলা। ম্যাচে অবশ্য দারুণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান।

বুধবার (৩ জুলাই) পাল্লেকেলেতে জাফনা কিংসের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান করে ডাম্বুলা। দলের পক্ষে সেঞ্চুরি হাঁকান কুশল পেরেরা। জবাব দিতে নেমে আভিষ্কা ফার্নান্দো ও চারিথ আশালাঙ্কার ফিফটিতে ভর করে ২০ ওভার খেলে ৬ উইকেটে ১৯৭ রান তুলে জয়ের লক্ষ্যে পৌছে যায় জাফনা।

এই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি আরেক বাংলাদেশী তাওহীদ হৃদয়। আর বল হাতে মোস্তাফিজের শুরুটা ছিলো দুর্দান্ত। নিজের প্রথম ওভারে বল করতে এসে মাত্র ৬ রান দিয়ে কুশল মেন্ডিসকে তুলে নেন মোস্তাফিজ। এরপর দলীয় একাদশ ওভারে আক্রমণে ফিরে ২ চারে খরচ করেন দশ রান।

মোস্তাফিজ আবার আক্রমণে আসেন ১৭তম ওভারে, যখন জিততে জাফনার দরকার ২৪ বলে ২৩ রান। সেই ওভারে মাত্র ৩ রান দিয়ে ১ উইকেট শিকার করে ম্যাচ জমিয়ে তোলেন বাংলাদেশী পেসার। তার শিকার হন ৩৬ বলে ৫০ রান করা আশালাঙ্কা। তবে মোস্তাফিজের বেঁধে দেওয়া সুর ধরে রাখতে পারেনি অন্যরা।

১৯তম ওভারে নিজের শেষ ওভারে আক্রমণে এসে ২ চারে ১০ রান হজম করেন দ্যা ফিজ। এই ওভারে তার বলে সরাসরি থ্রোতে ধনঞ্জয়া ডি সিলভাকে রান আউট করেন তাওহীদ হৃদয়। দল হারলেও মোস্তাফিজের চার ওভার শেষ হয় ৩০ রানের বিনিময়ে ২ উইকেট নিয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে