স্পোর্টস ডেস্ক : লম্বা সময় পর মাঠে গড়াতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ৪ বছর পরপর আয়োজিত হওয়ার কথা থাকলেও গত ৭ বছরে একবারও বসেনি এই টুর্নামেন্ট। অবশেষে ২০২৫ সালে পাকিস্তানে বসতে যাচ্ছে ক্রিকেটবিশ্বের অন্যতম সেরা এই টুর্নামেন্ট।
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বহুদিন ধরেই দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না ভারত এবং পাকিস্তান। তাই ভারত এবং পাকিস্তানে যেকোনো বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের কথা উঠলেই আলোচনায় আসে ভারত-পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি নিয়ে। এবারও এই বিষয় নিয়ে বিভিন্ন গুঞ্জন উঠতে শুরু করেছে। তবে সেই গুঞ্জনের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি সাজিয়ে ফেলেছে পাকিস্তান।
ভারতীয় গণমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সদ্য সমাপ্ত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছিলন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। বার্বাডোজের সেই ফাইনালেই চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ ম্যাচের সূচি আইসিসির কাছে জমা দিয়েছেন তিনি।
পিটিআইয়ের প্রতিবেদন মতে, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটি চলবে ৯ মার্চ পর্যন্ত। ১০ মার্চ ফাইনালের জন্য রিজার্ভ ডে হিসেবে রাখা হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিসিবি টুর্নামেন্টের সূচি জমা দিলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এই সূচির বিষয়ে তাদের সম্মতি জানায়নি।
আইসিসির একজন বোর্ড সদস্যের বরাত দিয়ে পিটিআই বলছে, এবারের আসরের খেলাগুলো তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যার মধ্যে লাহোরে সাত ম্যাচ, করাচীতে তিন ম্যাচ এবং রাওয়ালপিণ্ডিতে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরের উদ্বোধনী ম্যাচটি করাচীতে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল দুটি যথাক্রমে করাচী ও রাওয়ালপিণ্ডিতে হবে। আসরের ফাইনালের ভেন্যু হিসেবে রাখা হয়েছে লাহোরের নাম।
পিটিআইয়ের রিপোর্টে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিভাজনও ফাঁস করে দেয়া হয়েছে। সংবাদমাধ্যমটির মতে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ 'এ'তে ভারতের সঙ্গী হিসেবে থাকছে পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আর গ্রুপ 'বি'তে অস্ট্রেলিয়ার সঙ্গে থাকছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং আফগানিস্তান।
চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে পাকিস্তান। আইসিসির হেড অব ইভেন্ট ক্রিস টেটলি ইসলামাবাদে পিসিবি চেয়ারম্যান নাকভির সঙ্গে বৈঠক করেছেন। একই সময়ে আইসিসির সিকিউরিটি টিম সবগুলো ভেন্যু ও আয়োজন ভালোভাবে ঘুরে দেখেছে।
২০২৩ সালে শেষবার পাকিস্তান এশিয়া কাপ আয়োজন করেছিল। কিন্তু পাকিস্তানের মাটিতে ভারত খেলতে অস্বীকৃতি জানালে হাইব্রিড মডেলে টুর্নামেন্টটি আয়োজন করা হয়। ফলে ভারতের সবগুলো ম্যাচই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। সূত্র জানিয়েছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়া প্রতিটি দলের বোর্ড চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার ব্যাপারে অঙ্গীকার করলেও বিসিসিআই এখনও সিদ্ধান্ত জানায়নি। তারা তাদের দেশের সরকারের সঙ্গে আলোচনা করে মত জানাবে।