বুধবার, ০৩ জুলাই, ২০২৪, ১১:৫৭:৪৮

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর!

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর!

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর! আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে কাতারে বিশ্বকাপ শিরোপা জিতেছেন তিনি। খেলবেন প্যারিস অলিম্পিকেও। আর্জেন্টিনার অন্যতম সেরা তরুণ প্রতিভা হিসেবেই বিবেচনা করা হয় তাকে। 

অথচ ক্যারিয়ারের সেরা সময়টা কি-না মেজর লিগ সকারে (এমএলএস) কাটাচ্ছেন থিয়াগো আলমাদা। তবে অবশেষে যুক্তরাষ্ট্র ছাড়ছেন তিনি। ক্যারিয়ারকে গতিশীল করতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তিনি।

এমএলএসের দল আটলান্টা ইউনাইটেডে খেলা থিয়াগো আলমাদাকে কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা দলে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। যে বয়সে প্রতিভাধর ফুটবলাররা ইউরোপের ক্লাব ফুটবলে নিজেকে প্রতিষ্ঠিত করতে লড়াই করে, আলমাদা কি-না খেলছেন বুড়োদের লিগ হিসেবে পরিচিত এমএলএসে।

বিশ্বকাপ শিরোপা জয়ের পর অবশ্য আর্জেন্টিনা জাতীয় দলে তার জায়গাটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। খেলা হচ্ছে না এবারের কোপা আমেরিকায়। তবে আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ দলের কোচ হাভিয়ের মাশচেরানো তাকে বিবেচনা করেছেন প্যারিস অলিম্পিকের দলে। আগামী ২৪ জুলাই মাঠে গড়াবে এবারের অলিম্পিক ফুটবল। তার দুদিন পর মাঠে গড়াবে অলিম্পিকের মূল আসর।

তবে সময়ের সেরাদের খাতায় নাম লেখাতে এবার যুক্তরাষ্ট্র ছাড়ছেন আলমাদা। ২৩ বছর বয়সী তরুণ এই উইঙ্গারের আটলান্টা ইউনাইটেডের হয়ে এটিই শেষ মৌসুম। ২০২৫ সালের জানুয়ারিতে লিগ ওয়ানের ক্লাব অলিম্পিক লিঁওতে যোগ দেবেন আলমাদা।

চলতি মাসেই আটলান্টা ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলছেন আলমাদা। তবে ২০২৫ এর জানুয়ারিতে লিঁওতে যোগ দেয়ার আগে ছয়মাস তিনি ব্রাজিলের ক্লাব বোতাফাগোর হয়ে খেলবেন। বোতাফোগোর সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে আছেন তিনি।
 
লিগ ওয়ানের ক্লাব লিঁও এবং ব্রাজিলের ক্লাব বোতাফোগো মূলত একই মালিকানায় পরিচালিত হয়ে থাকে। দুটি ক্লাবের মালিকানায় আছে ঈগল ফুটবল হোল্ডিংস। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জন টেক্সটর নিজেই আলমাদার দলবদল নিয়ে  কথা বলেছেন।  

 টেক্সটর জানিয়েছেন, এখনও চুক্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন না হলেও আলমাদা তাদের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। ভিসাও বোতাফোগুয়েন্সকে  তিনি বলেন, 'আটলান্টা ইউনাইটেডের সঙ্গে আমাদের পুরোপুরি চুক্তি এখনও হয়নি। খেলোয়াড়টি এরই মধ্যে বোতাফোগোয় খেলতে আসতে সম্মতি জানিয়েছেন , তবে আমরা এখনও ক্লাবটির (আটলান্টা ইউনাইটেড) সঙ্গে চুক্তির চূড়ান্ত বিষয়গুলো নিয়ে কাজ করছি।'

২০২২ বিশ্বকাপজয়ও আলমাদার সঙ্গে এমএলএসের দলটির চুক্তির মেয়াদ আছে ২০২৬ এর ডিসেম্বর পর্যন্ত। তবে এই মৌসুমেই তার দল ছাড়ার প্রস্তাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে এমএলএসের দলটি। এই মুহূর্তে আলমাদা বাহামায় আমেরিকান ব্যবসায়ী টেক্সটরের প্রাসাদে সফরে আছেন। লাইভ চ্যাটে তিনি বোতাফোগো সমর্থকদের সঙ্গে আলমাদাকে পরিচয়ও করিয়ে দেন। এ সময়ে তিনি তাদের উদ্দেশ্যে থাম্বসআপও দেখান।

ইএসপিএন জানিয়েছে, ২৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে আটলান্টা আলমাদাকে ছাড়তে সম্মতি জানালেও এখনও চুক্তির সব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ। টেক্সটর বলেন, 'সে এখানে (বাহামায়) অতিথি কিন্তু এখনও সে আটলান্টা ইউনাইটেডেরই খেলোয়াড়। আপাতত এখানে সে তার বাগদত্তার সঙ্গে আছে। তারা আমার সঙ্গে বাহামার সৌন্দর্য উপভোগ করছে।'

এ সময় টেক্সটর আরও জানান, আলমাদার সঙ্গে বোতাফোগোর চুক্তিটি অস্থায়ী। তার ভাষায়, মৌসুমের এই পর্যায়ে এবং কোপা লিবার্তোদেরেসে সে আমাদের এখানে এসে বোতাফোগোর হয়ে প্রতিযোগিতা করতে চায় এবং ইউরোপে যাওয়ার আগে আমাদের শিরোপা জিততে সাহায্য করতে চায়। জানুয়ারিতে ফ্রান্সে তার নতুন দলের হয়ে নতুন অধ্যায় শুরু হবে।'

এর আগে জানুয়ারিতেও বোতাফোগো আলমাদাকে দলে ভেড়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। ২০২২ এর ফেব্রুয়ারিতে ১৫.৫ মিলিয়ন ইউরো দিয়ে ভ্যালে সার্সফিল্ড থেকে আটলান্টা ইউনাইটেড তাকে দলে টেনেছিল। এই মৌসুমে এমএলএসে ১৭ ম্যাচে ৬টি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে