স্পোর্টস ডেস্ক: ব্রেন্ডন ম্যাককালামের শততম টেস্টে অজি ক্রিকেট টিমের বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে অজি বোলারদের অসধারণ নৈপুণ্যে স্বাগতিকদের ইনিংস ও ৫২ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ঠিক ১৯ বছর আগে ঠিক এমনই একবার লজ্জায় পড়েছিল কিউরা।
বেসিন রিজার্ভে প্রথম ইনিংসে ১৮৩ রানে গুটিয়ে যাওয়া কিউইরা দ্বিতীয় ইনিংসে করে ৩২৭।
তৃতীয় দিনের শেষ বলে শততম টেস্ট খেলতে নামা ম্যাককালামকে হারানোর পরই নিউ জিল্যান্ডের ইনিংস পরাজয় এড়ানোর সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছিল। সোমবার চতুর্থ দিনের শুরু থেকে সুইংয়ে অস্বস্তিতে থাকা কোরি অ্যান্ডারসন ২৭ বল খেলে শূন্য রানে মিচেল মার্শের বলে এলবিডব্লিউ হলে শঙ্কাটা আরও বাড়ে।
বিজে ওয়াটলিংও (১০) বেশিক্ষণ প্রতিরোধ গড়তে পারেনি। নাথান লায়নের টার্ন নেয়া বল খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরে যান এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ব্যাটসম্যান হেনরি নিকোলস যা একটু প্রতিরোধ গড়েছেন। ৫৯ রানে জ্যাকসন বার্ডের বলে বোল্ড হয়ে অভিষিক্ত এই ব্যাটসম্যানের ফেরার পর দ্বিতীয় নতুন বলের বাউন্স আর সুইংয়ের জবাব ছিল না টেলএন্ডারদের।
নবম উইকেটে যা একটু প্রতিরোধ গড়েছেন টিম সাউদি আর মার্ক ক্রেইগ (৩৩)। দ্রুত ব্যাট চালিয়ে ৫ চার আর ৩ ছক্কায় ২৩ বলে ৪৮ রান করে লায়নের বলে ক্যাচ দেন সাউদি। ৫৯ রানের এই জুটিতে অস্ট্রেলিয়ার কাছে নিজেদের মাটিতে সবচেয়ে বড় ব্যবধানে হারও এড়ায় স্বাগতিকরা।
ম্যাচসেরা ৩৬৪ বলে ২৩৯ করা অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস।-বিডি নিউজ
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর