বৃহস্পতিবার, ০৪ জুলাই, ২০২৪, ০২:৪১:০১

কঠিন সিদ্ধান্ত, দুই ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ

কঠিন সিদ্ধান্ত, দুই ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞা আরোপ

স্পোর্টস ডেস্ক : গত বছরের ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও চরম ব্যর্থ পাকিস্তান দল। যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল বাবর-রিজওয়ানরা। এর পর থেকে পাকিস্তান ক্রিকেট নিয়ে সমালোচনা সবখানে। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড বাবর আজমদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিল।

এবার পাকিস্তানি ক্রিকেটারদের ওপর বিদেশি লিগে খেলতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করল বোর্ড। আগামী কয়েক মাসে পাকিস্তানের কোনো আন্তর্জাতিক সিরিজ় নেই। কিন্তু তা-ও বাবরেরা বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলতে যেতে পারবেন না। তবে সবাইকে না।

তিনজন ক্রিকেটারকে এই শাস্তি দেওয়া হয়েছে। বাবর ছাড়াও শাহিন আফ্রিদি এবং মোহাম্মদ রিজ়ওয়ানকে বিদেশি লিগে খেলতে যাওয়ার অনুমতি দেয়নি বোর্ড। বাবর, শাহিন এবং রিজ়ওয়ানের কানাডার টি-টোয়েন্টি লিগে খেলার কথা ছিল। কিন্তু সেই লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি তাদের।

১২ জন ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা হলেন- আবরার আহমেদ, ফখর জমান, হারিস রউফ, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন, সালমান আগা, শাদাব খান, শারজিল খান, সোয়েব মাকসুদ, জামান খান এবং উসামা মির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে