স্পোর্টস ডেস্ক: গতকাল বিশ্ব মেতেছিল বিশ্ব ভালোবাসা দিবসের উৎসব আমেজে। বিশেষ দিনটি ঘিরে বিশ্ব প্রেমিক-প্রেমিকারা সেজেছে নতুন সাজে। আর সে ছবি শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-টুইটার কিংবা ইনস্ট্রগ্রামে। কেওবা লাল শাড়ী পরে মাথায় ফুলের মুকুট পরেছে এই বিশেষ দিনে। আবার ছেলেরাও কিন্তু পিছিয়ে নেই এই দিন উদযাপনে। লাল পাঞ্চাবি পরে ঘুরে বেড়িছেন প্রিয়তমার সঙ্গে।
এক কথা যুবক-যুবতিরা ব্যস্ত ছিলেন ভ্যালেন্টাইন ডে নিয়ে। তাই কেন পিছিয়ে থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি? ভালোবাসার দিনে বান্ধবীর সঙ্গে সময়টা ভালোই কাটিয়েছেন তিনি।
অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে সেটাই জানান দিয়েছেন।
ভ্যালেন্টাইন ডে’র দিন বান্ধবী আন্তোনেলা রোকুজ্জর সঙ্গে একটি ছবি আপলোড করেছেন তিনি।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর