শনিবার, ০৬ জুলাই, ২০২৪, ০২:৩৪:৩৬

আজ সাকিব নিজের অভিষেক রাঙিয়ে রাখলেন, সহজে জিতল দলও

আজ সাকিব নিজের অভিষেক রাঙিয়ে রাখলেন, সহজে জিতল দলও

স্পোর্টস ডেস্ক : বিশ্বের প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে আসছেন সাকিব আল হাসান। যে কারণে তাকে বলা হয়ে থাকে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা। এবার এই টাইগার অলরাউন্ডারের অভিষেক হয়ে গেল আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। সেখানেও সাকিব নিজের অভিষেক রাঙিয়ে রাখলেন। আলি খানের দুর্দান্ত বোলিংয়ে ১২ রানে জিতল তার দল লস অ্যাঞ্জলস নাইট রাইডার্স।

গতকাল (শুক্রবার) থেকে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর। আজ (শনিবার) নিজেদের প্রথম ম্যাচে নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। দলের হয়ে ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে খেলেন ১৩ বলে ১৮ রানের ইনিংস। এরপর বল হাতেও গুরুত্বপূর্ণ একটি উইকেট নিয়েছেন।

ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে নাইটরা। জবাবে খেলতে নেমে ১৫০ রানে থামে টেক্সাস সুপার কিংসের ইনিংস। বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ে ও ফাফ ডু প্লেসি মিলে ৩০ রান যোগ করেন ওপেনিংয়ে। ডু প্লেসি ১৪ রান করে ফেরার পর অ্যারন হার্ডি ফিরেছেন ১৪ বলে ১১ রান করে। এরপর কনওয়ে আউট হয়ে যান ৩৯ বলে ৫৩ রান করে। স্টাম্প উপড়ে ফেলা আলি খানের সেই ডেলিভারিতেই ম্যাচের মোড় পাল্টে যায়।

এরপর জশুয়া ট্রম্পের ১৪ বলে ১৮ ও ক্ল্যাভিন স্যাভেজের ১৮ বলে ২৯ রানেও জয় তুলে নিতে পারেনি টেক্সাস। দলের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়ে নাইট রাইডার্সের সেরা বোলার আলি খান। ২টি উইকেট নিয়েছেন স্পেন্সার জনসন। একটি করে উইকেট নেন সাকিব ও সুনীল নারিন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে উন্মুক্ত চাঁদের ৬৮ রানের ইনিংস ও শেষদিকে নিতিশ কুমারের ১৭ বলে ২৬ রানে ভর করে ১৬২ রানের লড়াইয়ের পুঁজি পায় নাইটরা। টেক্সাসের হয়ে ২টি করে উইকেট নেন জিয়াউল হক , অ্যারন হার্ডি ও মার্কাস স্টয়নিস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে