স্পোর্টস ডেস্ক: চলতি প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ পর জয়ের স্বাদ পেল জায়ান্ট লিভারপুল।
গতকাল (রোববার) প্রতিপক্ষ অ্যাস্টন ভিলাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে জনপ্রিয় ক্লাবটি।
স্বাগতিক অ্যাস্টনি ভিলার মাঠে ম্যাচের ১৬ মিনিটেই ড্যানিয়েল স্টারিজের গোলে এগিয়ে যায় লিভারপুল। আর ২৫ মিনিটে বাঁ দিক থেকে ফ্রি-কিকে বল জালে জড়ান তার স্বদেশি মিডফিল্ডার জেমস মিলনার। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অল রেডসরা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান লিভারপুলের জার্মান মিডফিল্ডার এমরে কান। ৬২ মিনিটে গোল করে দলকে ৪-০ তে লিড এনে দেন দিভোক ওরিজি। এর দুই মিনিট বাদে গোল করেন ইংল্যান্ডের ডিফেন্ডার ন্যথ্যানিয়েল ক্লাইন। আর ৭১তম মিনিটে হেডে দলের ষষ্ঠ গোলটি করেন কোত দি ভোয়ার ডিফেন্ডার কোলো তুরে। এই জয়ে ২৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে লিভারপুল।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর