রবিবার, ০৭ জুলাই, ২০২৪, ১২:৩৫:৪৩

ব্রাজিল ‘কোপা’ জেতার মতো দল না : মিশা সওদাগর

ব্রাজিল ‘কোপা’ জেতার মতো দল না : মিশা সওদাগর

বিনোদন ডেস্ক : বিশ্বব্যাপী চলছে কোপা উন্মাদনা। বাংলাদেশেও এই ফুটবল টুর্নামেন্ট ঘিরে উন্মাদনা তুঙ্গে। একপক্ষে ব্রাজিল তো অপরপক্ষে আর্জেন্টিনা। এই দুই দলের সমর্থকে বিভক্ত গোটা দেশ।

এবারের কোপায় আর্জেন্টিনা নিজেদের তরী পার করলেও আটকে গেল ব্রাজিল। আর ব্রাজিলের হারে মন ভেঙেছে দলটির অনুসারীদের। দেশের শোবিজ অঙ্গনের প্রভাবশালী তারকা মিশা সওদাগরও একজন ব্রাজিল ভক্ত। প্রিয় দলের হারে রীতিমতো হতাশ এই অভিনেতা!
ঢাকাই সিনেমার খলনায়ক ও বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ফুটবলে ব্রাজিল দলকে সমর্থন করেন।

কিন্তু কোপা আমেরিকার এবারের আসর রীতিমতো হতাশ করেছে তাকে। কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে উরুগুয়ের বিপক্ষে মাঠে দাঁড়ায় ব্রাজিল। বাংলাদেশ সময় রবিবার সকাল সাতটায় সাধারণ দর্শকদের মতো মিশা সওদাগরও ম্যাচটি দেখতে বসেন। গোলশূন্য ম্যাচটি শেষমেশ টাইব্রেকারে গড়ালে সেলেসাওদের দুটি ভুল শটে স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের।

কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে ব্রাজিলের হারের পর সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করতে থাকেন ব্রাজিল ভক্ত-সমর্থকরা। একই হতাশা দেশের শোবিজ অঙ্গনেও। তাইতো ম্যাচ হারার পরই সামাজিক মাধ্যমে একটি ছবি যুক্ত করে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেন মিশা সওদাগর। ব্রাজিলের মত সর্বোচ্চ বিশ্বজয়ী দলের থেকে এর চেয়ে ভালো কিছু আশা করেছিলেন তিনি। পাশাপাশি এই টুর্নামেন্টে চ্যাম্পিয়নদের জন্যও আগাম শুভকামনা জানান এই খলনায়ক।

রবিবার (৭ জুলাই) সকালে এক ফেসবুক পোস্টে মিশা লেখেন, ‘আমি ব্রাজিলের সমর্থক, কিন্তু আজকে ব্রাজিল যেভাবে খেললো, বা গোটা টুর্নামেন্ট যেই খেলা দিয়েছে, সেটা দিয়ে আর যাই হোক কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না; যত ভালো প্লেয়ারই থাকুক না কেন। শুভকামনা নতুন কোনো চ্যাম্পিয়নের জন্য।’

পোস্টটি শেয়ার করতেই মিশার ভক্ত-অনুরাগী ও ব্রাজিল সমর্থকেরা তাকে সহানুভূতি জানান। ব্রাজিলের এমন পরাজয়ে যে ব্যথিত সবাই তা মিশার কমেন্ট বক্স দেখেই বোঝা যাচ্ছে।

ব্রাজিলকে পেনাল্টি শুটআউটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে উরুগুয়ে। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে কলম্বিয়ার। অপরদিকে আর্জেন্টিনা সেমিতে মুখোমুখি হবে কানাডার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে