স্পোর্টস ডেস্ক: গেল বছরের স্বপ্নময় ক্রিকেট উপহার দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিম। অতীতের শক্তি সামর্থ্যকে পুঁজি করে নতুন বছরেও দারুণ শুরু করেছে মিরাজ-শান্তরা। বিশেষ করে সদ্য শেষ হওয়া ১১তম যুব বিশ্বকাপের প্রথম বারের মত বাংলাদেশ দলের সেমিফাইনালে যাওয়াটা সবচেয়ে বড় সাফল্য।
সেমিফাইনাল ম্যাচটিতে ক্যারিবীয়ানদের কাছে উইকেট ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ। এর জন্য অনেকাংশ দায়ী বাংলাদেশি খেলোয়াড়দের মিস ফিল্ডিং। আর যাই হোক দল হারলেও টুর্নামেন্টে সেরা খেলার পুরস্কারটা কিন্তু উঠেছে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে। মিরাজ ব্যাট ও বল হাতে দারুণ চমক দেখিয়েছে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে।
বাংলাদেশে দলের এই কৃতিত্বকে সাধুবাদ ও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা (আইসিসি)।
সোমবার বিকেল তিনটায় আইসিসি তার অফিসিয়াল ফ্যান পেজে টাইগার মিরাজের ম্যান অব দ্য সিরিজ হওয়ার ঘটনা উল্লেখ্য করে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর