স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগে রোববার (৭ জুলাই) মুখোমুখি হয়েছিল মোস্তাফিজের ডাম্বুলা সিক্সার্স ও তাসকিনের কলম্বো স্ট্রাইকার্স। এই ম্যাচে জয় পেয়েছে মোস্তাফিজের ডাম্বুলা সিক্সার্স। কলম্বো স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে ডাম্বুলা সিক্সার্স। এই ম্যাচটা ভালো যায়নি দুই টাইগার পেসারের।
ডাম্বুলা সিক্সার্স টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে বল হাতে জ্বলে উঠতে পারেননি বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজ। ৪ ওভার বোলিং করে কোন উইকেট পাননি। আর রান দিয়েছেন ৫৩। গ্লেন ফিলিপসের ৩৬ বলে ৫২ রানের উপর ভর করে ১৮৫ রানের পুঁজি পায় কলম্বো স্ট্রাইকার্স।
জবাবে রেজা হেন্ড্রিক্স ও কুশল পেরেরার কাছে ধরাশায়ী হয় কলম্বোর বোলাররা। এই দুই ব্যাটসম্যানের ওপেনিং জুটি থেকে আসে ১৫৪ রান। দুইজনই টাইগার পেসার তাসকিনের শিকার হলেও জয়ের ভিত গড়ে দিয়ে যান তারা।
এদিকে তাসকিন আহমেদ দুই উইকেট পেলেও খরুচে ছিলেন তিনি। ৪ ওভার বোলিং করে ৪৫ রান দিয়েছেন ডানহাতি এই পেসার। তাসকিনের দুই উইকেটও কলম্বো স্ট্রাইকার্সকে ম্যাচে ফেরাতে পারেনি। জয়ের বাকি কাজটা করেন লাহিরু উদারা ও মার্ক চ্যাম্পম্যান। উদারা ৮ বলে ১১ এবং চ্যাম্পম্যান ১০ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
৪ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলের তিনে রয়েছে কলম্বো স্ট্রাইকার্স। আর সমান ম্যাচে এক জয় নিয়ে টেবিলের চারে রয়েছে মোস্তাফিজের ডাম্বুলা সিক্সার্স।