সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪৪:০২

‘মিরাজ-শান্তরা দুর্দান্ত সাহসী’

 ‘মিরাজ-শান্তরা দুর্দান্ত সাহসী’

স্পোর্টস ডেস্ক: ২০১৬ বছরটি স্বপ্নময় কাটিয়েছে বছর পার করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টিম। গেল বছরের শক্তি সামর্থ্যকে পুঁজি করে নতুন বছরেও দারুণ শুরু করেছে মিরাজ-শান্তরা। বিশেষ করে সদ্য শেষ হওয়া ১১তম যুব বিশ্বকাপের প্রথম বারের মত বাংলাদেশ দলের সেমিফাইনালে যাওয়াটা সবচেয়ে বড় সাফল্য।

সেমিফাইনাল ম্যাচটিতে ক্যারিবীয়ানদের কাছে উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। এর জন্য অনেকাংশ দায়ী বাংলাদেশি খেলোয়াড়দের মিস ফিল্ডিং। আর যাই হোক দল হারলেও টুর্নামেন্টে সেরা খেলার পুরস্কারটা কিন্তু উঠেছে বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাতে। মিরাজ ব্যাট ও বল হাতে দারুণ চমক দেখিয়েছে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে।

তবে টুর্নামেন্ট শেষে মিরাজ-শান্তদের নিয়ে দেশের প্রথম সারির একটি দৈনিকের সঙ্গে কথা বলেছেন কোচ স্টুয়ার্ট ল। তিনি অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে জাতীয় দলের জন্য বেশ কয়েক জনকে পারফেক্ট মনে করছেন।

দৈনিকটিতে দেয়া সাক্ষাতকারে স্টুয়ার্ট ল বলেন, ‘শক্তিমত্তার কথা বললে বলতে হয় ওরা দুর্দান্ত সাহসী। তাদের মাঝে দুর্বলতা খুব বেশি নেই। তবে চাপের মধ্যেও ফর্ম, আস্থা এবং দক্ষতা ধরে রাখার ব্যাপারটি তাদের বুঝতে হবে। তাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। এ রকম প্রত্যাশার ভার নিয়ে ক্রিকেট খেলাটা সহজ কাজ নয়। আমার বিশ্বাস অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে এসব জায়গায়ও তারা আরও উন্নতি করবে। আমি নিশ্চিত সবাই না হলে এই দলের বেশ কয়েকজন একসময় জাতীয় দলে জায়গা করে নেবে।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে