স্পোর্টস ডেস্ক: ভারতের ওয়ানডে ও টি-২০ দলের অধিনায়ক মাহিন্দ্র সিং ধোনির বর্তমান সময় খুব একটা ভালো যাচ্ছে না। নিজে যেমন পারছেন না ভালো পারফরমেন্স করতে, ঠিক তেমনই পারছেন না নেতৃত্ব দিয়ে দলকে জেতাতে।
তবে এতো সব সমালোচনার মধ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে নিজেদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। আর এই জয়ের দিনে আলোচনায় এখন ধোনির অনবদ্য স্ট্যাম্পিং। আলোর থেকে বেশি গতিতে নাকি দ্রুত স্ট্যাম্পিং করেছেন ধোনি। এটা শুধু ধোনির সমর্থকদের মন্তব্য নয়, স্যার রবীন্দ্র জাদেজা তো আরও এক ধাপ এগিয়ে বলেন, আইনস্টাইনের তত্ত্ব ভুল। আলোর থেকে ধোনির স্ট্যাম্পিং আরও দ্রুত।
এদিকে স্ট্যাম্পিং নিয়ে ইতিমধ্যেই রেকর্ড করে বসে আছেন মহেন্দ্র সিং ধোনি। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১৪২ টি স্ট্যাম্প আউট করেছেন। এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ০.১ সেকেন্ডে আউট করে রেকর্ড করেন ক্যাপ্টেন কুল।
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম